Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঙ্গুলি বলেই বিসিবি’র প্রত্যাশার পারদ ওপরে


১৪ অক্টোবর ২০১৯ ১৮:৩৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৫:০৬

ভারত বর্ষের স্বর্ণ সন্তান তিনি। তার ব্যাটিং সৌন্দর্য্য দেখে অভিভূত সাবেক ইংলিশ ক্রিকেটার ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট তাকে ‘প্রিন্স অব ক্যালকাটা’ উপাধিতে ভূষিত করেছিলেন। এরপর থেকে নিজ জন্মস্থান কলকাতায় সবাই তাকে সেই নামেই ডাকে। একজন বাঙালি হয়েও ১৯৯৯-২০০৫ সাল পর্যন্ত ভারত জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া ব্যাট হাতে তার শৌর্য্য বির্য্যের কথা সবারই জানা। বুঝতে পারছেন নিশ্চয়ই, সৌরভ গাঙ্গুলির কথা বলছি।

বিজ্ঞাপন

জগমোহন ডালমিয়ার পরে দ্বিতীয় বাঙালি হিসেবে সেই সৌরভ গাঙ্গুলিই ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের মসনদে বসতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৩ তারিখে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) রাজার ভূমিকায় তাকে দেখা যাবে।

ক্রিকেটের খোঁজখবর কম বেশি যারা রাখেন নিশ্চয়ই জানেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার আবেগটি অন্যভাবে জড়িত। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পরে বাংলাদেশ প্রথম যে টেস্ট খেলেছিল তার প্রতিপক্ষ ছিল ভারত। সেই ভারত দলের দলপতি ছিলেন এই বঙ্গ সন্তান। বাঙালি বলেই হয়ত এদেশের ক্রিকেটের প্রতি অন্যরকম এক টান তিনি অনুভব করেন। ঠিক সে কারণেই বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গেই তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। আর এখানেই বাড়তি সুযোগ দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বাঙালি ও ক্রিকেটার সৌরভ প্রতিবেশি রাষ্ট্র ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে আগামিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও মসৃণ হবে বলে মনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। একই কারণে তার কাছে বিসিবি’র বাড়তি প্রত্যাশার পারদও ওপরে থাকবে বলেও জানালেন তিনি।

তিনি জানান, ‘বিসিসিআই’র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। যারা এখন বর্তমানে আছেন তাদের সঙ্গেও সম্পর্ক ভালো। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার, সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব। কারণ সে একজন বাঙালি এবং সাবেক ক্রিকেটার।’

বিজ্ঞাপন

‘আর এখানে আমাদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন। হি ইজ ভেরি ইয়াং। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে। একইসঙ্গে আগে আমরা যে খেলাগুলো পাইনি হয়তো দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো নিয়ে আমরা ফ্রি-লি আলোচনা করতে পারব এই সুবিধাটা আছে।’ যোগ করেন জালাল ইউনুস।

অনেকটা নাটকীয়ভাবেই ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া হয়েছে সাবেক ভারত কাপ্তানকে। চলতি মাসের ২৩ তারিখে ভারতীয় ক্রিকেট প্রধানের দায়িত্ব বুঝে নেবেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এই প্রধান। আপাতত ১০ মাসের জন্য নতুন ইনিংসের ক্রিজে থাকবেন সৌরভ।

গাঙ্গুলি প্রত্যাশার পারদ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর