Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস ব্যবধানে সিলেটকে হারিয়েছে বরিশাল


১৩ অক্টোবর ২০১৯ ১৪:০৮

রাজশাহীতে জাতীয় লিগে (এনসিএল) সিলেট বিভাগকে ইনিংস এবং ১৩ রানের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে ৮৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অল আউট হয়েছে সিলেট। আর প্রথম ইনিংসে বরিশাল বিভাগ ৮ উইকেটের বিনিময়ে ২৩১ রান তুলে ইনিং ঘোষণা করেছিল।

রাজশাহীতে মাঠ ভেজা থাকায় প্রথম দিন খেলা মাঠে গড়ায়নি। এরপর দ্বিতীয় দিনের খেলাও শুরু হয় দুপুর তিনটার পর। তবে ম্যাচ শুরু হলে ৬৮ রানে দ্বিতীয় দিন শেষ করে সিলেট। এরপর তৃতীয় দিনে বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে মাত্র ৮৬ রানেই অল আউট হয় সিলেট। রাব্বি নেন ৬ উইকেট।

বিজ্ঞাপন

জবাবে প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের ৬৩ আর অধিনায়ক ফজলে মাহমুদের ৭০ রানে ৮ উইকেট হারিয়ে ২৩১ তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল। ১৪৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সিলেট বিভাগ।

তবে দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয় সিলেট বিভাগের। ওপেনার ইমতিয়াজ হোসেনের ৩৫ আর জাকের আলীর ৪৫ রান ছাড়া বাকিরা ব্যর্থ হলে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস। আর এতেই ইনিংস এবং ১৩ রানের ব্যবধানে এনসিএলের প্রথম ম্যাচে হেরে বসেছে অলক কপালির সিলেট বিভাগ।

দ্বিতীয় ইনিংসে তানভির ইসলাম নিয়েছেন ৪ উইকেট আর মনির হোসেন নিয়েছেন তিনটি উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

এনসিএল কামরুল ইসলাম রাব্বি জাতীয় ক্রিকেট লিগ বরিশালের জয় সিলেট বিভাগ বনাম বরিশাল বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর