Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের ‘আরেকটু’ বিশ্রাম প্রয়োজন


১২ অক্টোবর ২০১৯ ১৬:৩৩ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৬:৩৯

বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে বোধ হয় হাঁপিয়ে উঠেছিলেন সাকিব আল হাসান! সেজন্যই বিসিবি বরাবর ছুটির আবেদন করেছিলেন। তার সেই আবেদনে সাড়া না দিয়ে পারেনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি। ফলে বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে দেখা যায়নি সাকিবকে।

প্রায় এক মাসেরও বেশি সময় বিশ্রাম শেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেই পরদিন সন্ধ্যায় ধরলেন নিউইয়র্কের বিমান। সেখানে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দিয়ে উড়াল দিলেন ক্যারিবীয় দ্বীপ পুঞ্জে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে। টুর্নামেন্টে তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট অবশ্য ফাইনালে উঠেছে। ১৩ অক্টোবর মানে আজ দিবাগত রাত চারটায় গায়ানা ওয়ারিওয়ার্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলে পরদিন কিংবা তার পরদিন দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

অনেকেই হয়তো ভাবছেন দেশে ফিরে নিশ্চয়ই চলমান জাতীয় ক্রিকেট লিগে যোগ দেবেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টির দলপতি সাকিব। যেহেতু আগামি মাসেই ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশীপ। এবং মহাগুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের সিংহভাগ সদস্যই জাতীয় লিগে খেলছেন। কিন্তু না। এখানেও যথারীতি ব্যতিক্রম দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তাকে দেখা যাবে না। কেননা দেশে ফিরে দিন দশেকের বিশ্রাম নেবেন। এরপর যোগ দেবেন ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে।

শনিবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যমকে এতথ্য দিলেন বিসিবি’র পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বললেন, ‘সাকিবের বিশ্রামের প্রয়োজন আছে। ও আফগানিস্তান আর ত্রিদেশীয় সিরিজ খেলার পরপরই ওখানে খেলতে গিয়েছে।‘

বিজ্ঞাপন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে সাকিবকে প্রথম দফায় বিসিবি যে ছাড়পত্র দিয়েছিল তার মেয়াদ ছিল ১১ অক্টোবর পর্যন্ত। কিন্তু তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট ফাইনালে ওঠায় সেই মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়েছে।

‘ওর ছাড়পত্র ছিল গতকাল পর্যন্ত। ওর দল ফাইনালে উঠেছে বিধায় আমার সাথে কথা হয়েছে। তো ওর ছাড়পত্রের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে।‘

আকরাম খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্রাম বিসিবি বিসিবির ছাড়পত্র সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর