Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংবদন্তিদের তালিকায় রোনালদো ছয়ে


১২ অক্টোবর ২০১৯ ১২:৪২

বর্তমান সময়ে ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি আলো ছড়ানো এক নক্ষত্র। ফুটবল খেলতে থাকা বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে নাম রোনালদোর। আর সেই সাথে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার ষষ্ঠ স্থানেও আছেন এই কিংবদন্তি পর্তুগিজ।

লুক্সেমবার্গের বিপক্ষে উয়েফা ইউরোর কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের ম্যাচে করেছেন এক গোল। তবে এই ম্যাচে ইতিহাস গড়তে না পারার আক্ষেপ রয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। লুক্সেমবার্গের বিপক্ষে দুই গোল করতে পারলে একাবিংশ শতাব্দিতে ৭০০ গোলকারী প্রথম ফুটবলার বনে যেতেন। তবে এই সুযোগ থাকছে রোনালদোর সামনে পরের ম্যাচে ইউক্রেনের বিপক্ষেই।

বিজ্ঞাপন

ইউরো কোয়ালিফায়ারে লুক্সেমবার্গের বিপক্ষে এক গোল করে ইতিহাসের পথে এক ধাপ এগিয়ে গেলেন রোনালদো। তবে ৬৯৯তম গোল করে অপেক্ষার বাড়ালেন আরও এক গোলের। রোনালদোর আগে অবশ্য আরও পাঁচ কিংবদন্তি ফুটবলারের নামের পাশে আছে কমপক্ষে ৭০০ গোলের রেকর্ড। এই পাঁচজন হলেন অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিস্কান। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮০৫ গোল করে আছে সবার শীর্ষে।

সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে আছেন চির অমর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ব্রাজিলের এই কিংবদন্তি তার ক্যারিয়ারে করেছেন ৭৭৯টি গোল। তালিকায় তৃতীয় স্থানে আছেন আরও এক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও, তিনি করেছেন ৭৪৮ গোল। আর তালিকার চতুর্থ স্থানে আছেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুস্কাস। এই কিংবদন্তি তার বর্নাঢ্য ক্যারিয়ারে করেছেন ৭০৯টি গোল।

এই তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর ঠিক সামনে আছে জার্মান কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার। রোনালদোর থেকে মাত্র ২গোল বেশি অর্থাৎ মোট ৭০১টি গোল করে তালিকার ৫ম স্থানে আছেন এই জার্মান। রোনালদোর সামনে থাকছে এই কিংবদন্তিদের তালিকায় প্রবেশের সম্ভাবনা। ৩৪ বছর বয়সী রোনালদোর ফিটনেস আর রোনালদো নিজেও বলেছেন আরও বেশ কয়েক বছর ফুটবল খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। আর তাই তো রোনালদোর সামনে সুযোগ থাকছে এসব কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার।

বিজ্ঞাপন

তবে ক্যারিয়ার শেষে এই তালিকার কত নম্বরে যেতে পারবেন রোনালদো তা জানতে অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে। তবে ৭শত গোলের ক্লাবে প্রবেশ করবেন রোনালদো দ্রুতই, তা নিয়ে সন্দেহ নেই ফুটবল বিশ্বের। সুযোগ থাকছে ইউক্রেনের বিপক্ষে হ্যাটট্রিক করলে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে পেছনে ফেলে তালিকার ৫ম স্থানে উঠে আসারও।

ক্রিস্টিয়ানো রোনালদো জার্ড মুলার পেলে ফেরেঙ্ক পুসকাস রোমারিও