‘সেরা খেলাটাই খেলেছে বাংলাদেশ’
১০ অক্টোবর ২০১৯ ২৩:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ২৩:০৯
ঢাকা: এশিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ যে লড়াইটা করেছে তাতে নিঃসন্দেহে একটা কথা বলা যায় নিকট ইতিহাসের সবচেয়ে সেরা পারফরম্যান্স করেছে বাংলাদেশ। আফগানরা যাদের কাছে ৬-০ ব্যবধানে হেরেছে সেই কাতারের বিপক্ষে এমন লড়াই হবে হয়তো ভাবেনি অনেকেই। তবে মাঠে খেলায় সেরাটাই দিয়েছে লাল-সবুজরা।
আফগানদের সঙ্গে হেরে দ্বিতীয় ম্যাচে কাতারকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্যালারিভরা দর্শকদেরকে জেমির শিষ্যরা দেখালো কিভাবে লড়াই করতে হয়।
রেজাল্ট বলছে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই রেজাল্ট ম্যাচের উত্তেজনাকে হয়তো প্রকাশ করতে ব্যর্থ হবে।
কেন ব্যর্থ হবে জানালেন ম্যাচ শেষে জানালেন কোচ জেমি ডে নিজেই, ‘আমরা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া ডিজার্ভ করি। ছেলেদের খেলায় আমরা দারুণ খুশি। সুযোগগুলো কাজে লাগলে হয়তো রেজাল্ট অন্য কিছু হতে পারতো। তবে এমন পারফরম্যান্সের পর আত্মবিশ্বাস এমনিতেই চাঙা থাকে।’
আত্মবিশ্বাসতো চাঙাই এবং নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ খেললেন জেমি, ‘আমি কোচ হয়ে আসার পর এটাই বাংলাদেশের সেরা পারফরম্যান্স। এই ম্যাচটাই আসলে দেখিয়েছে দল হিসেবে আমরা কতোদূর এসেছি।’ জামাল ভূঁইয়ার কণ্ঠে একই সূর, ‘এই ম্যাচের পারফরম্যান্স বলে দেয় আমরা কতটা কষ্ট করছি। এই কোচের অধীনে দল কতটা নিয়ন্ত্রীত ও সংগঠিত।’
পথ আরও অনেকদূর। আগামীকালকেই (শুক্রবার) সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। ১৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। কাতার ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে ভারতের সঙ্গে লড়তে চায় জামাল ভূঁইয়ারা। জেমির কথায়, ‘এই ম্যাচ সামনের ভারত ম্যাচে অবশ্যই দারুণ আত্মবিশ্বাস যোগাবে।’