Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছিয়ে যাচ্ছে বিপিএল


১০ অক্টোবর ২০১৯ ১৮:৩৮ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৮:৪৬

সেদিন বেশ দ্ব্যর্থহীন কণ্ঠেই জালাল ইউনুস বলেছিলেন,পূর্বনির্ধারিত সময় অর্থাৎ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু’ বিপিএল’। কিন্তু এক সপ্তাহ না যেতেই সুর বদলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। পূর্বাবস্থান থেকে সরে এসে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন, ৭ দিন পিছিয়ে যেতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই আসরটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিপিএল সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শেখ সোহেল জানান, ‘আমরা আস্তে আস্তে আগাচ্ছি। একটা শেষ করলাম কেবল। বিপিএল নিয়ে আমরা বলেছিলাম যে ডিসেম্বরের ৬ তারিখে শুরু হবে। হয়ত এক সপ্তাহ পেছাতে পারি।’

এদিকে একই ডায়াসে উপস্থিত বিসিবির পরিচালক মাহবু্ব আনাম জানালেন, এক সপ্তাহ নয়, দশ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএল। তিনি যোগ করেন, ‘কোনো সংকটময় পরিস্থিতি যদি হয় তখন আমরা কিন্তু আসর পিছিয়ে দেই।’

এই মুহূর্তে কি এমন সংকটময় পরিস্তিতির মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি যে, বিপিএল পেছাতে হবে? এমন কোনো প্রশ্নের উদ্রেক অবশ্য সংবাদ সম্মেলনে হয়নি। তবে মাহবুব আনাম নিজেই নিজের কথা পাল্টে বললেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে এখন পর্যন্ত আগের সেই অবস্থানে নেই।’

বঙ্গবন্ধু বিপিএল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর