Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি


৯ অক্টোবর ২০১৯ ১৫:৪০

এই দুই দেশের ম্যাচ মানেই ফুটবলপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। আরেকটু পেছনে ফিরে তাকালে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ মানেই ১৯৮৬, ১৯৯০ সালের বিশ্বকাপ। জার্মানির মুখোমুখি হওয়া মানেই যেন আর্জেন্টিনার বিদায়। ব্রাজিল বিশ্বকাপের পর কেবল একবারই দুই দল মুখোমুখি হয়েছিল। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর জার্মানির মাটিতে খেলতে গিয়ে মেসিকে ছাড়াই ৪-২ গোলে জিতেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। এবার ৫ বছর পর প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুলা পার্কে আর্জেন্টিনাকে আতিথ্য জানাবে জার্মানি।

পরিসংখ্যান বলছে, দুই দল মুখোমুখি হয়েছে মোট ২২ বার। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ১০ বার। জার্মানি জিতেছে ৮ বার। আর ৪টি ম্যাচ ড্র হয়েছে। সবমিলিয়ে মুখোমুখি দেখায় জার্মানির সবচেয়ে বড় জয় ৪-০ গোলে। ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে এই ব্যবধানে হারিয়েছিল জার্মানরা। অপরদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ৪-২ গোলের ব্যবধানে। সেটা ২০১৪ বিশ্বকাপের পর, সবশেষ প্রীতি ম্যাচে।

সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন সার্জিও আগুয়েরো, এরিক লামেলা, ফেদেরিকো ফার্নান্দেজ এবং ডি মারিয়া। আর জার্মানদের হয়ে গোল করেন আন্দ্রে শ্যুরল এবং মারিও গোতজে। আজকের ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারবেন না আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। স্কোয়াডে নেই সার্জিও আগুয়েরো, ডি মারিয়ারা, খেলবেন না মাউরো ইকার্দি।

এদিকে, ইনজুরি থাবায় জার্মান দলেও নেই একাধিক তারকা ফুটবলার। টনি ক্রুস, লিরয় সানে, লিয়ন গোরেজকা নেই জার্মান স্কোয়াডে। ছিটকে গেছেন ডিফেন্ডার জোনাথান টাহ, মিডফিল্ডার ইলকাই গুনদোগান, ডিফেন্ডার আন্টোনিও রুডিগার, মাথিয়াস গিন্টার ও ফরোয়ার্ড টিমো ভের্নার। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মার্কো রয়েসের ফেরার ক্ষীণ সম্ভাবনা দেখছেন কোচ জোয়াকিম লো।

এই ম্যাচের পর ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে স্পেনে উড়াল দেবে আর্জেন্টিনা। আর ইউরো বাছাইপর্বে খেলতে এস্তোনিয়ায় যাবে জার্মানি।

বিজ্ঞাপন

** মেসি-রোনালদো কি ইংল্যান্ডে খেলতে যেতে পারবেন!

আর্জেন্টিনা জার্মানি প্রীতি ম্যাচ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর