Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ মাসেই বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট


৯ অক্টোবর ২০১৯ ১২:৩৫

ঢাকা: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো ঢাকায় আসবেন ফিফার ৯ম সভাপতি। সংক্ষিপ্ত এই সফরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলতি মাসের ১৮ তারিখ ঢাকায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন ইনফান্তিনো।

এ মাসেই সাংহাই সফরে বের হওয়ার কথা ফিফা প্রেসিডেন্টের। তার আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ফিফার কার্যনির্বাহী সদস্য ও বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছে।

তার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে ১৮ অক্টোবর ঢাকায় প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবেন ফিফার প্রেসিডেন্ট।

এর আগে ফিফার সাবেক সভাপতি যোসেফ সেফ ব্লাটারও ঢাকা সফর করে গেছেন।

জিয়ান্নি ইনফান্তিনো টপ নিউজ ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশ আসছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর