Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় লিগে আরো তিন বছর ওয়ালটন


৭ অক্টোবর ২০১৯ ১৭:১৪

আট বছর যাবৎ বিসিবি’র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওয়ালটন গ্রুপ। লম্বা এই সময়টিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও প্রিমিয়ার ক্রিকেট লিগের মতো ঘরোয়া আসর তো বটেই আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও প্রতিষ্ঠানটিকে স্পন্সরের ভূমিকায় দেখা গেছে। কিন্তু চলতি বছরে বিসিবির সঙ্গে জাতীয় ক্রিকেট লিগ নিয়ে যে চুক্তি তা শেষ হয়ে গিয়েছিল।

ফলে আরও তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গত কারণেই ১০ অক্টোবর থেকে দেশের চার ভেন্যুতে অনুষ্ঠেয় এনসিএল ২১তম আসরের টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনকেই দেখা যাবে।

বিজ্ঞাপন

এই উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাকিব হায়দার, ম্যানেজার আরিফুল ইসলাম। আর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক উদয় হাকিম ও অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

জাতীয় ক্রিকেট লিগে স্পন্সরশিপ বাদেও গত দুই আসরে মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি করতে প্রতিটি দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) জার্সি প্রদান করছে ওয়ালটন। পরবর্তী তিন আসরেও খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জার্সি প্রদান করবে ওয়ালটন।

এনসিএল ওয়ালটন জাতীয় লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর