বিপিএল নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন সেই জালাল ইউনুস
৭ অক্টোবর ২০১৯ ১৪:৫৯ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ১৫:০০
সপ্তাহ খানেক আগে বিসিবির মিডিয়া কমিটি ও বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেছিলেন, নির্ধারিত সময় অর্থাৎ ৬ ডিসেম্বর বিপিএল সপ্তম আসরের খেলা মাঠে নাও গড়াতে পারে। তার এই বক্তব্যে বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু বিপিএল’ চলতি বছরে আদৌ অনুষ্ঠিত হবে কী না সেটি নিয়ে নিয়ে শঙ্কার উদ্রেক হয়েছিল। সেই জালাল ইউনুসই সোমবার (৭ অক্টোবর) সব শঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে বিপিএল সপ্তম আসর বা ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চত্বরে তিনি জানান, ‘হ্যাঁ নিশ্চয়ই আগের সময়ে বিপিএল হচ্ছে। আমি কিন্তু আগেও বলেছিলাম ৬ ডিসেম্বরের যে শিডিউল দেওয়া আছে সেটাই ঠিক আছে। এজন্য এখন কিন্তু ক্রিকেট বোর্ডে কাজ শুরু হয়ে গেছে। আমাদের সিইও-ম্যানেজারদের নিয়ে হোম ওয়ার্কগুলো করার কথা, যে পেপারস ওয়ার্ক করার কথা সেটা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আশা করি কাজগুলো হয়ে গেলে এরপরে টিমগুলো যেগুলো স্পন্সর পার্টনার আামাদের নেওয়ার কথা আছে তাদের সাথে আমরা বসব।’
বিপিএলে বিদেশি প্লেয়ার খেলানোর নিয়ম আগের মতোই থাকবে উল্লেখ করে বিসিবির এই মিডিয়া কমিটির প্রধান আরও বলেন, ‘লিগের ফরম্যাট একই থাকবে। আগে যেমন চার জন বিদেশি খেলোয়াড় ছিল এখনো চারজনই থাকবে। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কোনো বিদেশি প্লেয়ার নিয়ে থাকে বা নিবন্ধন করে থাকে এবং তারা যদি ফ্রি থাকে তাহলে আমরাও তাদের প্রস্তাব দিতে পারি যে তারা অংশগ্রহণ করবে কী না।’
এক সপ্তাহ আগে ৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘এখনই বলতে পারছি না। যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আরও কত দেরি হতে পারে, এখনই বলা মুশকিল। নির্ধারিত তারিখে শুরু হবে কিনা আমারও সন্দেহ আছে! অনেক কিছুই এখনো শেষ হয়নি। এসব শেষ করে টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা হতে পারে।’
জালাল ইউনুসের আজকের কথার যদি আর নড়চর না হয় তাহলে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। আর টুর্নামেন্ট মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।
** `ক্যাসিনো কাণ্ডে পেছাবে না বিপিএল’