Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের শিরোপা পুনরুদ্ধারের মিশনে যাচ্ছে মেয়েরা


৬ অক্টোবর ২০১৯ ১৯:৩৯

ঢাকা: দু’বছর আগে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডারা। গেল বছর নেপালে সোনালী সেই ট্রফি ছোয়া হয়নি ভারতের কাছে অল্পের জন্য হেরে। তবে এবার মারিয়াদের উত্তরসূরীরা সেই ট্রফি পুনরুদ্ধার করতে চায়। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে আগামীকাল সোমবার ভুটানে যাচ্ছে শামসুন্নাহার, রুপনা চাকমারা।

চার দেশের অংশগ্রহণে সাফের শিরোপা নিয়েই দেশে ফিরতে চায় বাঘিনীরা। এবারের দলটাতে যেন নতুন মুখের ছড়াছড়ি। জেএফএ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে আসন্ন সাফ শিরোপার জন্য। নয়জনের এর আগে সাফের অভিজ্ঞতা আছে। সঙ্গে সাতজন খেলে এসেছে সুব্রত কাপ।

বিজ্ঞাপন

নতুন-পুরান ফুটবলারদের মিশেলে এই দলটাই সাফ মিশনে যাচ্ছে সোমবার ভুটানে। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান। ৯ অক্টোবর স্বাগতিক ভুটান, ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ ভিত্তিক টুর্নামেন্টের সেরা দু’দল ফাইনাল খেলবে ১৫ অক্টোবর।

রোববার বাফুফের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র জানায়, ‘আমরা চ্যাম্পিয়ন ট্রফির জন্যই খেলতে যাচ্ছি।’ দুপুর তিনটা ৫৫ মিনিটে দ্রুক এয়ারওয়েজে রওয়ানা হবে ২৯ সদস্যের বাংলাদেশ দলটি।

২০১৫ সালে নেপালে যখন খেলতে যায় মারিয়া, সানজিদারা, তখন একেবারেই নতুন ছিল তারা। যে অবস্থা আজ শামসুন্নহারদের। কোচ গোলাম রব্বানী ছোটনের কথায়, ‘আজ মারিয়া, সানজিদা, আখিরা বড় তারকা। কিন্তু একদিন এই অনূর্ধ্ব-১৫ দলের মতোই ছিল তারা। একদিন এই শামসুন্নাহার ও রুপনা চাকমারাও বড় তারকা হবে। তবে সেজন্য পরিশ্রম করতে হবে। যা তারা করছে।’

বিজ্ঞাপন

একেবরেই নতুন দল এটি। অভিযোগ ছিল, নারী জাতীয় ফুটবল দলে কোন পাইপ লাইন নেই। এ বিষয়ে ছোটনের কথা, ‘আমাদের পাইপলাইনে বেশ ক’জন নারী ফুটবলার রয়েছে। এই টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছে ৩৩ জন। যার মধ্য থেকে আমরা ২৩ জনকে বাছাই করে নেয়া হয়েছে। তাছাড়া এই দলে আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়জন ফুটবলার রয়েছে। এরা হল- শামসুন্নাহার জুনিয়র, রুপনা চাকমা, ইয়াসমিন আক্তার, সোহাগী কিসকু, রোজিনা আক্তার, শাহেদা আক্তার রিপা, রেহেনা আক্তার, নওশিন জাহান ও রুমি আক্তার। ভারতে সুব্রত কাপে খেলে আসা ফুটবলার আছে সাতজন-উন্নতি খাতুন, নাসরিন আক্তার, আফিদা খন্দকার, মেহেরুন আক্তার, সুরমা জান্নাত, পুর্ণিমা রানী মন্ডল ও স্বপ্না রানী।’

ছোটন যোগ করেন, ‘থাইল্যান্ড থেকে এসেই এই দলটিকে নিয়ে নিবিড় প্রশিক্ষণ করিয়েছি। কারন টুর্নামেন্টটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। নতুনদের নিয়ে আমি এই চ্যালেঞ্জে জিততে চাই।’

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ নিয়ে ছোটনের কথা, ‘জাপান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছি। গোলকিপার রুপনা চাকমা তার শতভাগ দিয়ে খেলেছে। যদিও অভিযোগ রয়েছে তার উচ্চতা নিয়ে। আমার মনে হয় না, এটা কোন সমস্যা। তাছাড়া দলে গেম চেঞ্জার হিসেবে জুনিয়র শামসুন্নাহার, রুপনা চাকমা, শাহেদা ও রোজিনা রয়েছে। আশাকরি চার দলের মধ্যে আমরা সেরা হয়েই ফিরবো।’

গোলাম রব্বানী ছোটন বাংলাদেশ মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর