Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন সাকিব


৬ অক্টোবর ২০১৯ ১৩:৫১ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ১৪:০০

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গ্রুপ পর্বের প্রথম দিকে টেবিলের নীচের দিকে থাকলেও সাকিব যোগ দেওয়ার পর তিন ম্যাচের দুটিতেই জিতেছে বার্বাডোজ। ১ রানের জন্য বাকি ম্যাচটিতে হেরেছিল। প্রথম সাত ম্যাচে দলটি জিতেছিল মাত্র ৩টিতে।

গ্রুপ পর্বের লড়াই শেষ এবার প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে সমর্থন চেয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে ১০ ম্যাচ শেষে ৫ ম্যাচে জয় ও ৫টি তে হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের দল বার্বাডোজ। সমান ম্যাচের সবকটিতে জিতে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শোয়েব মালিকের দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্স।

রোববার দিবাগত রাত ১.৩০ মিনিটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টেবিলের শীর্ষে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ। এ ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে সাকিবের দল। আর হেরে গেলে এলিমিনেটর ম্যাচে সেন্ট কিটস ও ত্রিনবাগোর মধ্যকার জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে তখন ফাইনালের মঞ্চে নামতে পারবে বার্বাডোজ।

গায়নার বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশি ভক্তদের সমর্থন প্রত্যাশা করে বার্বাডোজ ট্রাইডেন্টসের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করবেন, আপনারা যারা বাংলাদেশে আমাদের খেলা দেখছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য। আমি নিশ্চিত আপনারা আমাদের পূর্ণ সমর্থন দেবেন এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারব। ধন্যবাদ সবাইকে।’

বিজ্ঞাপন

সমর্থন সাকিব সিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর