Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতিতে ঘাটতি থাকবে না বাংলাদেশের


৫ অক্টোবর ২০১৯ ১৭:৫১

আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু শুরু হবে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়বে দুই দলের টেস্ট সিরিজটি। নিজেদের মাটিতে উড়ন্ত ভারতের বিপক্ষে সিরিজটি মোটেই সহজ হবে না সাকিব-তামিম-মুশফিকদের। তার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবে না টাইগাররা।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, ‘ভারত অনেক শক্তিশালী দল আর ঘরের মাঠেতো আরও বেশি শক্তিশালী। আর সেটা চিন্তা করেই আমরা দুটো দল পাঠিয়েছি ভারতে, তারা ভালোও করেছে। সামনে আছে জাতীয় লিগ, আমরা চিন্তা করেছি যারা টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে যাবে তাদের অন্তত দুটো রাউন্ড খেলাবো। আমাদের ভারত সফরের ক্যাম্প শুরু হবে ২৫ তারিখ।’

বিজ্ঞাপন

এদিকে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও আগামী মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। সাকিব-মুশফিকরা সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। আর মেয়েরা খেলবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও দুই ম্যাচ সিরিজের ওয়ানডে। যদিও পাকিস্তানে সিরিজ খেলতে নারী ক্রিকেট দল ও ছেলে দলকে পাঠানোর আগে এই মুহূর্তে চলছে বাংলাদেশের নিরাপত্তা পর্যববেক্ষণ। পর্যবেক্ষণ শেষে পর্যবেক্ষকরা যে প্রতিবেদন দেবেন তার প্রেক্ষিতেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

এ প্রসঙ্গে আকরাম খান যোগ করেন, ‘আপনারা জানেন নিরাপত্তা ইস্যুতে আমাদের বোর্ড সভাপতি কতটা কঠোর। আমরা এখনো নিশ্চিত না কোথায় খেলবো, দুবাইতে নাকি পাকিস্তানে। নিরাপত্তা বিষয়টা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আশা করি ১০/১৫ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে।’

বিজ্ঞাপন

প্রস্তুতি ক্যাম্প বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর