Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কায় এবার মিরাজের শিকার সাত ব্যাটসম্যান


৫ অক্টোবর ২০১৯ ১৫:৪৭

শ্রীলঙ্কায় প্রথম আন-অফিসিয়াল টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে জ্বলে উঠেছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে ব্যাট হাতে ৫৭ রান করার পর মিরাজ বল হাতে ১৫০ রান খরচায় নিয়েছিলেন ৫টি উইকেট। এবার বল হাতে নিয়েছেন সাতটি উইকেট।

আগামী নভেম্বরে স্বাগতিক ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের অনেক ক্রিকেটারকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কা সফরে। সেখানে তারা বাংলাদেশ ‘এ’ দলের প্রতিনিধিত্ব করছে। আগের ম্যাচে থাকলেও এই ম্যাচে জায়গা হয়নি সৌম্য সরকারের। ড্র হওয়া আগের ম্যাচে ব্যাট হাতে সৌম্য ২৪ রান করলেও বল হাতে কোনো উইকেট পাননি।

বিজ্ঞাপন

হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল ৭৪ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছিল ২২৩ রান। দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কা ‘এ’ দল তুলেছে ২৬৮ রান।

আগের দিন বল হাতে মিরাজ ৩১ ওভারে ১২ মেডেন নিয়ে ৬৬ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। দ্বিতীয় দিনের ৫ উইকেটের চারটিই নিয়েছেন মিরাজ। দ্বিতীয় দিন নিজের পঞ্চম ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট নিয়েছেন মিরাজ। নিজের পরের ওভারে আবারও তিন বলের ব্যবধানে নিয়েছেন ২ উইকেট। লঙ্কানদের ইনিংস শেষে মিরাজের বোলিং ফিগার ৩৭-১৪-৮৪-৭। পেসার এবাদত হোসেন দুটি, সালাউদ্দিন শাকিল দুটি করে উইকেট পান।

লঙ্কানদের ওপেনার পাথুম নিশানকা ১৬৬ বলে ৮৫ রান করেন। আরেক ওপেনার সংগীত কোরে ১৭ রানে সাজঘরে ফেরেন। ৬২ রান করেন তিন নম্বরে নামা কামিন্দু মেন্ডিস। দলপতি আশান প্রিয়াঞ্জন ৮, প্রিয়ামল পেরেরা ৪ রান করে বিদায় নেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ‘এ’ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, সালাউদ্দিন শাকিল।

মিরাজ শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর