মাশরাফির জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত
৫ অক্টোবর ২০১৯ ১৫:২৬ | আপডেট: ৫ অক্টোবর ২০১৯ ১৫:৩০
৫ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং নড়াইল-০২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্ত্তজার জন্মদিন। মাশরাফির জন্মদিন উপলক্ষে মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে শহরের হামিদ ম্যানশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফি ফাউন্ডেশনের সভাপতি মারুফ হাসান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজনে ১৫ জন রক্তদাতা রক্ত দান করেন।
মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়ীতে জন্মগ্রহণ করেন। মাশরাফির পিতার নাম গোলাম মুর্ত্তজা স্বপন এবং মাতার নাম হামিদা বেগম বলাকা।
আরও পড়ুন: ক্রিকেটকে বদলে দেওয়ার নেপথ্য নায়ক মাশরাফি