Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ম্যাচেও ভুটানকে হারালো বাংলাদেশ


৩ অক্টোবর ২০১৯ ২১:০১ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ২১:১২

বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানকে আতিথ্য জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জেমি ডের শিষ্যরা। কাতার-ভারত ম্যাচ সামনে। তাই এই দুই জয়ে ফুরফুরে হলো জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। রায়হান হাসানের থ্রো থেকে হেডে গোল করে বাংলাদেশকে লিড পাইয়ে দেন ডিফেন্ডার ইয়াসিন খান। ২২ মিনিটের মাথায় করা ইয়াসিনের গোলে লিড ধরে রেখে বিরতিতে যায় লাল-সবুজরা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় আবারও গোল করেন ইয়াসিন। বদলি নামা ইব্রাহিমের ক্রস থেকে হেড করে দ্বিতীয়বার ভুটানের জালে বল জড়ান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। এই স্কোরেই মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে গত রোববার (২৯ সেপ্টেম্বর) প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৪-১ ব্যবধানে।

প্রীতি ম্যাচ বাংলাদেশ ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর