Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও গোল করার যোগ্যতা রাখি: জামাল ভূঁইয়া


২ অক্টোবর ২০১৯ ২১:০৩

ঢাকা: ‍বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি পর্ব হিসেবে ভুটানের সঙ্গে সবশেষ ম্যাচে নামতে চলেছে বাংলাদেশ। গত ম্যাচের (৪-১) মতো এই ম্যাচেও বড় জয় তুলে নিতে চান জামাল ভূঁইয়ারা। গোল ব্যবধান আরও বাড়িয়ে মাঠ ছাড়তে চান জেমি ডে’র শিষ্যরা।

অন্তত দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করে আরও গোল করার সামর্থ রাখে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচটা এর থেকে বেশি ব্যবধানে জিততে চায় দেশের ফুটবলাররা।

বিজ্ঞাপন

জামাল ভূঁইয়ার কথায় আত্মবিশ্বাসের সুর, ‘প্রথম ম্যাচে জীবন দুইটা গোল করেছে। অনেকদিন পর বাংলাদেশের কেউ দুই গোল করেছে এক ম্যাচে। অনেকদিন পর কোন ম্যাচে আমরা চারটা গোল করেছি। সবাই খুশি এখন। অবশ্যই আমরা আরও ভালো খেলার যোগ্যতা রাখি এবং আরও গোল করতে পারি।’

চলতি মাসের ১০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী কাতারকে আতিথ্য দেবে বাংলাদেশ। তার চারদিন পর ভারতের সঙ্গে ম্যাচ। তাই প্রস্তুতিটা জোরদার চান জেমি ডে। প্রস্তুতি প্রত্যাশিতভাবেই চলছে বলে জানান জামাল, ‘ভালো চলছে। কোচ বেশি চেঞ্জ করবে না কোচ খুব একটা। কাতার ম্যাচে যারা খেলবে তারাই হয়তো এই ভুটান ম্যাচে খেলবে। হয়তো দুয়েকটা চেঞ্জ আসতে পারে। সে আমাদের কাছে বড় জয় আশা করছে।’

দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে চাইলেও কাতার ম্যাচে রক্ষণটাকেই জোর দিবেন জামাল ভূইয়ারা, ‘কাতার সবচেয়ে শক্তিশালী দল আমাদের গ্রুপে। আমাদের একটু রক্ষণাত্মক চিন্তা করতে হবে কাতার ম্যাচে। ভুটানের সঙ্গে যেভাবে আক্রমণে গিয়েছি কাতারের সঙ্গে হয়তো পারবো না। পুরো ম্যাচে দেখা যাবে তিন থেকে চারটা সুযোগ পাবো।’

বিজ্ঞাপন

আগামীকাল বৃহস্পতিবার প্রস্তুতির শেষ ম্যাচ ভুটানের সঙ্গে। সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

কাতার জামাল ভূঁইয়া ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর