Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারকে মাথায় রেখে ভুটানের সঙ্গে দল সাজাবেন জেমি


২ অক্টোবর ২০১৯ ১৬:০৭

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের নামে প্রস্তুতি হিসেবে ভুটানকে বেঁছে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই কৌশলে প্রাথমিকভাবে সফলও প্রধান কোচ জেমি ডে। আগামীকালের ম্যাচেও ভুটানকে হারিয়ে সব পজিশনে আত্মবিশ্বাস নিয়েই কাতারের সঙ্গে নামতে চায় লাল-সবুজরা।

তবে প্রস্তুতি ম্যাচে জামাল ভূঁইয়াদের মাত্র দুটি বদলি দেখা গেছে। ভুটানকে যেখানে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেখানেও মতিন মিয়া ও আরিফুর রহমানের মতো দ্রুত গতির ফুটবলাররা জায়গা করে নিতে পারেনি কোচ জেমি ডে’র একাদশে। বেঞ্চ গরম করেই কাটিয়ে দিতে হয়েছে পুরো ম্যাচ। আগামী ম্যাচেও খুব বেশি একটা যে পরিবর্তন আসছে না সেটাও ইঙ্গিত দিলেন কোচ জেমি, ‘আমার ফোকাস করতে হচ্ছে কাদের নিয়ে একাদশ সাজাবো। আরিফ-মতিনদের পরের ম্যাচে সুযোগ দেওয়া হবে।’

বিজ্ঞাপন

এই ম্যাচ দিয়েই যে চূড়ান্ত হচ্ছে জেমির একাদশ তাতেও কোনও সন্দেহ নেই। জেমির কথা তেমনটাই উত্তর পাওয়া গেল, ‘আমার পরিকল্পনায় কোনও পরিবর্তন আসছে না। পিচের কন্ডিশন অনুযায়ী আমাদের ডিল করতে হবে। এই ম্যাচের মধ্য দিয়ে কাতারের জন্য প্রস্তুত হবো আমরা। আমরা সেট পিস নিয়ে কাজ করছি। তবে আক্রমণের চিন্তা থেকেই মাঠে নামবো।’

ভারী বৃষ্টিপাতের কারণে বেহাল মাঠে কাতারের বিপক্ষে বাংলাদেশ সুবিধা পাবে কি না এ বিষয়েও জানালেন জেমি, ‘কাতার টেকনিক্যালি আমাদের থেকে অনেক এগিয়ে। মাঠের এই অবস্থা থাকলে হয়তো ড্রিবলিং বা পাসে একটু সমস্যা হবে ওদের। তবে যোগ্যতার বিচারে ওদের ফুটবলাররা এগিয়ে। আমাদের জেতাটা কঠিন হয়ে যাবে। আমরা চেষ্টা করবো জেতার। তারা এশিয়ান কাপ জিতেছে। তারা বিশ্বকাপের আয়োজক দেশ। আমরা যা পারবো করার চেষ্টা করবো। এটা আসলেই অনেক কষ্টের কাজ।’

বিজ্ঞাপন

কাতার ম্যাচের আগে আত্মবিশ্বাস আর র‌্যাঙ্কিংয়েও এগিয়ে যেতে চায় জেমি, ‘ভুটানের সঙ্গে জিতলে র‌্যাঙ্কিংয়েও প্রভাব পড়বে কি না এই বিষয়ে জেমির মতামত, আশা করছি। যদি আমরা জিতি তাহলে এটা ইতিবাচক প্রভাব পরবে। জেতার মানসিকতা নিয়ে খেলতে হবে। আমাদের আরও আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। যাতে আমরা র‌্যাঙ্কিংয়েও এগিয়ে যেতে পারি। আমরা আগামীকাল জিততে চাই। পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের সঙ্গে দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

কাতার বাংলাদেশ বিশ্বকাপ বাছাই ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর