Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো খেলতে হলে ফিটনেস ভালো লাগবে’: আবু হায়দার


১ অক্টোবর ২০১৯ ১৮:১১

ভারত সফরকে সামনে রেখে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল খেলা বাধ্যতামূলক ক্রিকেটারদের জন্য। তবে এনসিএল খেলার সুযোগ পেতে হলে সবার আগে পাশ করতে হবে ফিটনেস টেস্টে। এর মধ্যে অবশ্য বেশিরভাগ ক্রিকেটারই দিয়ে ফেলেছেন ফিটনেস টেস্ট। অল্প সংখ্যক ক্রিকেটার ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই বিপি টেস্টে পাশ করে গেছেন। আর এই টেস্টটা ঠিক যেন কানের পাশ দিয়ে গেছে পেসার আবু হায়দার রনির। বিপি টেস্টে ১১.১ পেয়ে উৎরে গেছেন কোনো রকমে।

বিজ্ঞাপন

ফিটনেস টেস্টে উৎরে গিয়ে সুযোগ পেয়েছেন জাতীয় লিগে খেলার। আর তাই তো ফিটনেস নিয়ে বাড়তি ভাবনা কাজ করছে রনির মধ্যে। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ। আমরা যেহেতু পেশাদার ক্রিকেটার আমাদের ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে একটা সীমারেখা করে দিয়েছে ১১। তাতে আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে নতুন করে কাজ করার আগ্রহ আরও বেড়েছে। কারণ ফিটনেস নিয়ে সবাই কাজ করছে এখন। আমাদের টিমের এক-দুইজন বাদে সবাই ১১ পার করেছে এটা ভালো একটা দিক।‘

বিজ্ঞাপন

কেবল সিনিয়র ক্রিকেটারদের জন্যই এই ফিটনেস টেস্ট গুরুত্বপূর্ণ নয়। ভবিষ্যতে যারা ক্রিকেটকে নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নিবে তাদের জন্যও এটি বেশ গুরুত্বপূর্ণ। তরুণ ক্রিকেটাররাও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করার জন্য উৎসাহিত হবে। তরুণদের এই উৎসাহ নিয়ে রনি বলেন, ’যারা তরুণ ক্রিকেটার আছেন তারা কিন্তু আমাদেরই দেখবে। যারা বয়সভিত্তিক ক্রিকেট খেলছে এখন তারাও তাকিয়ে থাকবে সিনিয়র ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করার এই দিকে। তরুণরা কিন্তু ফার্স্ট ক্লাস, প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা কী করতেছে সেটা দেখবে। এখানে যদি আমাদের ফিটনেস লেভেল হাই থাকে তাহলে তারাও মানসিকভাবে প্রস্তুত হবে যে ভালো লেভেলে খেলতে হলে ফিটনেস অবশ্যই ভালো লাগবে।‘

ফিটনেস কেবল খেলার জন্যই প্রস্তুত করে না। মাঠের খেলার সাথে সাথে আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে। আর এই ব্যাপারে রনি বলেন, ‘ফিটনেস ভাল থাকলে ক্যারিয়ারে অবশ্যই আত্মবিশ্বাস দেবে। কারণ আপনার ফিটনেস যদি ভালো থাকে ক্যারিয়ার ভালো হবেই। ফিটনেস ভালো থাকলে খারাপ সময়েই ভালো করার সম্ভাবনা বেশি থাকবে। ফিটনেস খারাপ থাকলে কী হয়…যখন একটু ডিপ্রেশন আসবে তখন ফিটনেসের কারণে হয়ত সার্ভাইভ করতে পারবেন না।‘

কেবল পরীক্ষার মধ্য দিয়েই পুরোপুরি ফিটনেস প্রমাণ করা যাবে না। ফিটনেসের জন্য বিপ টেস্ট একটি পরীক্ষা আর তা অনেক গুরুত্বপূর্ন। তবে সেই সাথে মাঠে টানা ৮-৯ ওভার বল করতে পারাটাও একটি আলাদা ফিটনেস। আর এটিও মাঠে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করেন রনি।

আবু হায়দায় রনি এনসিএল জাতীয় ক্রিকেট লিগ ফিটনেস টেস্ট বিপি টেস্ট