Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সিরিজের বাংলাদেশ নারী-এ দল ও সময়সূচী ঘোষণা


১ অক্টোবর ২০১৯ ১৪:৪১

বাংলাদেশ নারী-এ দলের সাথে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারতীয় নারী-এ দল। এই সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সফরকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ওডিআই এবং টি-টোয়েন্টির জন্য পৃথক দল ঘোষণা করেছেন বিসিবি। ওডিআই এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শায়লা শারমনি।

বিজ্ঞাপন

ওডিআই দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, মুরশিদা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা জোত্যি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্তবর্তী, সোভানা মোস্তারি এবং ফারগানা হক পিংকি।

তবে ওডিআই সিরিজ শেষ না করে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন রুমানা আহমেদ এবং নিগার সুলতানা জোত্যি। অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশের এবারের আসরে ডাক পেয়েছেন এই দুই নারী ক্রিকেটার। আর প্রথম ওডিআই ম্যাচের পর এই দুইজনের পরিবর্তে দলে আসবেন মুমতা হেনা হাসনাত এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।

টি-টোয়েন্টি দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, মুরশিদা খাতুন, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্তবর্তী, সোভানা মোস্তারি এবং ফারগানা হক পিংকি।

ভারতীয় নারী-এ দল ২ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে এবং সেখান থেকেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। ৪ অক্টোবর থেকে শুরু হবে ওডিআই সিরিজ এবং ১১ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

সিরিজের সময়সূচী:

প্রথম ওডিআই, চট্টগ্রাম, ৪ অক্টোবর, সকাল ৯টা ৩০ মিনিট।
দ্বিতীয় ওডিআই, চট্টগ্রাম, ৬ অক্টোবর, সকাল ৯টা ৩০ মিনিট।
তৃতীয় ওডিআই, চট্টগ্রাম, ৮ অক্টোবর, সকাল ৯টা ৩০ মিনিট।

প্রথম টি-টোয়েন্টি, কক্সবাজার, ১১ অক্টোবর, সকাল ৯টা ৩০ মিনিট।
দ্বিতীয় টি-টোয়েন্টি, কক্সবাজার, ১২ অক্টোবর, দুপুর দুইটা।
তৃতীয় টি-টোয়েন্টি, কক্সবাজার, ১৪ অক্টোবর, সকাল ৯টা ৩০ মিনিট।

বাংলাদেশ নারী-এ দল বাংলাদেশ সল ঘোষণা ভারত নারী-এ দল সময়সূচী সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর