Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনায় খেলবেন সুইডেনের ইব্রাহিমোভিচ!


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৬

এখনও কথা চূড়ান্ত হয়নি। আবার বাতাসে ফিসফাসও নয়। সুইডেনের মহাতারকা জ্লাতান ইব্রাহিমোভিচ নিজেই নাকি আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টিনায় খেলবেন। ক্লাব ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব লিগে দাপিয়ে বেড়ানো এই সুইডিশ তারকা আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব বোকা জুনিয়র্সের জার্সিতে খেলতে চাচ্ছেন।

ইব্রার এজেন্ট মিনো রাইওলা এমনটি নিশ্চিত করেছেন। তিনি জানান বোকা জুনিয়র্সও নাকি ইব্রাকে পেতে আশাবাদী। এদিকে, বোকার চেয়ারম্যান জর্জি আনরো জানিয়েছেন, ইব্রা খুব শিগগিরই বোকাতে নাম লেখাতে চাইছে। আর বোকাও এই মুহূর্তে আর্থিক দিক থেকে ভালো অবস্থানে থাকায় ইব্রাকে চুক্তিবদ্ধ করতে চাইছে।

বিজ্ঞাপন

বোকার চেয়ারম্যান জানান, ‘এটা সত্যি যে আমরা ইব্রাকে চেয়েছি আবার ইব্রাও আমাদের ক্লাবে খেলার আগ্রহের কথা জানিয়েছে। আমাদের আর্থিক অবস্থা যা বলছে তাতে করে আমরা তার পারিশ্রমিক পুষিয়ে দিতে পারব।’

জাতীয় দল সুইডেনের হয়ে ২০১৬ সালে খেলা থামিয়েছেন ৩৭ বছর বয়সী ইব্রা। সুইডিশ এই তারকা স্ট্রাইকার এখনও তরুণদের ছাপিয়ে স্কোর করছেন। আপাতত খেলছেন আমেরিকান মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সির জার্সিতে। সুইডেনের হয়ে ১১৬ ম্যাচে ইব্রা গোল করেছেন ৬২টি।

১৯৯৯ সালে সিনিয়র ক্লাব ক্যারিয়ারে ইব্রার শুরু সুইডেনের বিখ্যাত ক্লাব মালমো এফসিতে। ২০০১ সালে যোগ দেন নেদারল্যান্ডসের আয়াক্সে। ২০০৪ সালে নাম লেখান ইতালির জায়ান্ট জুভেন্টাসে। ২০০৬ সালে যোগ দেন ইতালির আরেক ক্লাব ইন্টার মিলানে। ২০০৯ সালে চলে আসেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। ২০১০-১১ তে ধারে খেলেন এসি মিলানে। এরপর এক মৌসুম তাকে এসি মিলান কিনে নেয়। ২০১২ সালে যোগ দেন ফরাসি জায়ান্ট পিএসজিতে। ২০১৬ সালে ইংলিশ প্রিমিয়ারের অন্যতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান ইব্রা। এরপর ২০১৮ সালে চলে যান আরেমিকান মেজর লিগ সকার এলএ গ্যালাক্সিতে।

বিজ্ঞাপন

সবশেষ দুই মৌসুমে মেজর লিগ সকারে ৫৫ ম্যাচ খেলে এই সুইডিশ তারকা গোল করেছেন ৫১টি। ক্লাব ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৭৮৫ ম্যাচ যেখানে তার নামের পাশে রয়েছে ৪৭২ গোল।

আর্জেন্টিনা ইব্রাহিমোভিচ বোকা জুনিয়র্স সুইডিশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর