Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ ভেন্যুতে ইমার্জিং টিমস এশিয়া কাপ বাংলাদেশে


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৬

এশিয়ার আট শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশকে নিয়ে বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ইমার্জিং টিমস এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মেগা এই ইভেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, হংকং এবং আরব আমিরাত। কক্সবাজারের দুটি এবং বিকেএসপির দুই গ্রাউন্ডে ম্যাচগুলো গড়াবে। তবে, দুটি সেমি ফাইনাল এবং ফাইনাল হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

আগামী নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের ইমার্জিং টিমস এশিয়া কাপ। ১২ নভেম্বর দলগুলো বাংলাদেশে পৌঁছাবে। মূল আসর শুরু ১৪ নভেম্বর। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত, হংকং এবং আরব আমিরাত। এদিকে, ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান। দুই গ্রুপ থেকে দুটি করে দল সেমিতে উঠবে।

১৪ নভেম্বর কক্সবাজারের দুই ভেন্যুতে সকাল ৯টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ওমান এবং পাকিস্তান-আফগানিস্তান। এদিকে, বিকেএসপির দুই ভেন্যুতে একই সময় মুখোমুখি হবে ভারত-আমিরাত এবং বাংলাদেশ-হংকং। ১৫ নভেম্বর কোনো ম্যাচ নেই। ১৬ নভেম্বর কক্সবাজারে লড়বে শ্রীলঙ্কা-পাকিস্তান এবং আফগানিস্তান-ওমান। বিকেএসপিতে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ এবং হংকং-আমিরাত। ১৭ নভেম্বর কোনো ম্যাচ নেই। ১৮ নভেম্বর কক্সবাজারে লঙ্কানদের প্রতিপক্ষ আফগানরা এবং পাকিস্তানের প্রতিপক্ষ ওমান। এদিকে, বিকেএসপিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আমিরাত এবং ভারতের বিপক্ষে লড়বে হংকং।

চারটি দল উঠবে সেমিতে, বাকি চারটি দল ১৯ নভেম্বর বাংলাদেশ ছেড়ে চলে যাবে। ২০ নভেম্বর মিরপুরে প্রথম সেমিতে মুখোমুখি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন এবং ‘বি’ গ্রুপের রানার্সআপ। ২১ নভেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ‘এ’ গ্রুপ রানার্সআপ। ২২ নভেম্বর কোনো ম্যাচ নেই। ২৩ নভেম্বর মিরপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে।

যে পাঁচটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে:
১। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২। কক্সবাজার একাডেমি মাঠ
৩। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ড
৪। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ড
৫। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম

বিজ্ঞাপন

ইমার্জিং এশিয়া টিমস বাংলাদেশ ভেন্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর