Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ এবার বল নিয়ে


২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৪

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মানেই বিস্তর অনিয়ম ও অভিযোগ। আম্পায়ারিং, উইকেট থেকে শুরু করে ভেন্যুগুলোর অবকাঠামো নিয়ে অভিযোগ যেন গত হওয়া মৌসুমের নিত্তনৈমত্তিক ব্যাপার। এবার অভিযোগ উঠেছে বল নিয়ে। বিগত বছরগুলোতে লঙ্গার ভার্সনের ক্রিকেট লিগে ব্যবহৃত বল নাকি মান বিবেচনায় মোটেও ভালো ছিল না। সপ্তাহ বাদে মাঠে গড়ানো জাতীয় ক্রিকেট লিগের আগে সেই অভিযোগই করলেন ঘরোয়া ক্রিকেটের সফলতম পেসার মোহাম্মদ শরীফ। তার অনুরোধ এবার থেকে যেন ভালো মানের বলে খেলা হয়।

বিজ্ঞাপন

সেই ২০০০-২০০১ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছেন মোহাম্মদ শরীফ। ১৩২ ম্যাচ থেকে তার প্রাপ্ত উইকেটের সংখ্যা ৩২৯টি। দেশের আর কোনো পেসারও তার ধারের কাছে নেই। প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে নানাবিধ সমস্যা দেখেছেন খুব কাছ থেকে। যার একটি ছিল ম্যাচে ব্যবহৃত বল। গুরুত্বপূর্ণ এই ইস্যুতে আর কেউ মুখ না খুললেও তিনি ঠিকই খুলেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় শরীফ জানান, ‘আমরা যে বল দিয়ে খেলি সেটি এসজি। আমি জানি না এটা টপ লেভেল বল কিনা। মনে হয় হতে পারে, আবার আমরা ভালো বল নাও পেতে পারি। অনেক সময় অনেক দিনের পুরনো বল থেকে যায় সেটা দিয়ে চালিয়ে দেওয়া হয়। যারা বল তৈরি করছে তারাও হয়তো জানেন না। না বুঝেই হয়তো দিচ্ছেন। আমরা যেখানে খেলি এখানে বলটা অনেক গুরুত্বপূর্ণ। যদি ড্রাই উইকেটে খেলি, যদি বলটা ভালো থাকে তখন অ্যাডজাস্ট করে নেয়া যায়। আপনি যদি গত কয়েক বছরের রেকর্ড দেখেন, নতুন বল যদি চার পাঁচ ওভারের মধ্যে চেঞ্জ করতে হয় তাহলে আমরা কোথায় আছি বুঝতে হবে। সেদিকেও আমাদের নজর দেয়া উচিত।’

‘আরেকটি ব্যাপার বলতে হয়, জানি না বলা ঠিক হবে কিনা এরপরেও বলা উচিত। বল যদি কোয়ালিটির থাকে, সেখানে বলেরও কিছু গুরুত্ব আসবে। হয়তোবা উইকেট অনেক সময় ড্রাই থাকে। কিন্তু বলটি অনেক সময় নরম থাকে। এই কারণে বল এবং উইকেট না মিললে আসলে সেখান থেকে ভালো ফলাফল আসে না।’ যোগ করেন শরীফ।

শরীফ এসময় কথা বলেন টুর্নামেন্টের উইকেট নিয়েও, ‘আমরা আসলে সবসময় বলে আসছি যে লঙ্গার ভার্সনের ক্রিকেটে যেন উইকেটটি স্পোর্টিং করা হয়। আমাদের পেস যদি চিন্তা করি আমরা, আমাদের উইকেটের ন্যাচার যদি চিন্তা করি। আমাদের যে উচ্চতা এবং যে সাহায্য পাই উইকেট থেকে, এখানে কিন্তু দক্ষিণ আফ্রিকা বলেন, ইংল্যান্ড বলেন তাদের সঙ্গে মেলালে হবে না। তাদের এনার্জি কিংবা স্ট্রেন্থ যদি বলেন, আমরা তাদের চাইতে অনেক পেছনে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের যেটা করতে হবে উইকেট থেকে সাহায্য নিতে হবে। ব্যাটসম্যানদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। যেহেতু আমাদের পেস কম, উচ্চতা কম তাই উইকেট নিয়ে আমরা এর ফায়দা নিতে পারি। এটি কিন্তু আল্টিমেটলি আমাদের ব্যাটসম্যানদের জন্য উপকার হবে। এটা কিন্তু আমরা অনেক দিন থেকে বলে এসেছি। কিন্তু মাঠে গেলে আসলে সেটা পাওয়া যাচ্ছে না।’

অভিযোগ এনসিএল এসজি বল মোহাম্মদ শরীফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর