Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় আর র‌্যাংকিংয়ে চোখ বাংলাদেশের


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৫

আফগানিস্তানের কাছে হারার পর পরের মাসেই চারদিনের মাথায় কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে গত ২৫ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। মাঝে ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে জয় দিয়েই আত্মবিশ্বাস কুড়াতে চায় জেমি ডের শিষ্যরা। ভুটান জয়কে পুঁজি করে কাতার ও ভারত ম্যাচে নামতে চায় জামাল ভূঁইয়ারা।

প্রস্তুতি ম্যাচের পরপরই প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত করা হবে দল। ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। ভুটানের বিপক্ষে দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়েই কাতারের সামনে যেতে চায় জেমির শিষ্যরা।

বিজ্ঞাপন

এই দুটি ম্যাচে প্রাথমিক টার্গেট হিসেবে জিততে চান জেমি। পাশাপাশি নিজেদের র‌্যাংকিংটাও বাড়িয়ে নিতে চাইছেন বাংলাদেশের কোচ। শনিবার (২৮ সেপ্টেম্ব) ভুটান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমরা ভারত-কাতার দুটি ম্যাচেই জিততে চাই। তার আগে ভুটানকে হারিয়ে নিজেদের সেরা জায়গায় যেতে হবে। আমাদের প্রস্তুতি ভালো। দলের সবাই ম্যাচের দিকে তাকিয়ে আছে। ভুটান ম্যাচে ভালো করাদের সুযোগ থাকবে কাতার ম্যাচে জায়গা পাওয়ার। বাছাইয়ের আগে ভুটান ম্যাচ আমাদের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করার সুযোগ। ভালো ফুটবল খেলতে হবে।’

আগামী মাসের ১০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারকে আতিথ্য দেবে বাংলাদেশ দল। তার চারদিন পর ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে জেমি ডের শিষ্যরা। কঠিন ম্যাচ হলেও নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ।

সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে ভুটান (১৮৫তম)। জেমি ডে জানালেন, ‘ভুটানের বিপক্ষে এই দুই ম্যাচে ভালো করলে আমাদের ফিফা র‌্যাংকিংয়ে ওপরে ওঠার সুযোগ থাকবে। বড় দলের বিপক্ষে সুযোগ তৈরি করার কাজটা আমরা সেভাবে করতে পারি না। ভুটান ম্যাচে এগুলো গুছিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে আমাদের।‘

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই জেতার লক্ষ্যের কথা জানালেন, ‘কাতার ম্যাচ আমাদের জন্য বড় ম্যাচ। তবে কাতারের বিপক্ষে খেলার আগে ভুটানের বিপক্ষে দুইটা ম্যাচ জিতে বাছাইয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাই। এ দুই ম্যাচে ভালো করে র‌্যাংকিংয়ে আরও উন্নতি করতে চাই।‘

এর আগে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে হার দিয়ে শুরু করেছে জামাল ভূঁইয়ারা।

জেমি ডে বাংলাদেশ ভুটান র‍্যাংকিং