Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী সাকিব


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩১

সাম্প্রতিক সময়ে একটা বাজে পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। ওয়ানডে বিশ্বকাপে দশ দলের মধ্যে অষ্টম হওয়া, শ্রীলঙ্কায় তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া, টেস্টে ঘরের মাটিতে নবীন দল আফগানিস্তানের বিপক্ষে হারা-এগুলোই অন্যতম। ওয়ানডে বিশ্বকাপের পর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। টেস্ট আর টি-টোয়েন্টির দলপতি সাকিব আল হাসান মনে করেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা অল্প সময়ের।

বিজ্ঞাপন

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ইউনিসেফ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সন্ধ্যা’ অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। নিউইয়র্কের ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইসে হলে উপস্থিত ছিলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা সাকিব।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু বলতে বলেন সাকিবকে। এ সময় তিনি বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ ভালো দল। এ ধরনের দল মাঝেমধ্যে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা এখন এ অবস্থার মধ্যে আছি। আমার মনে হয় ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না। আশা করছি আমরা অতীতে যে ধরনের ক্রিকেট খেলেছি, সেটা আবারও খেলব।’

সাকিব আরও বলেন, ‘আমাদের সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবার কাছে দোয়া চাই যেন এ দুই আসরে ভালো করে আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে সাকিব ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেবেন। আগামী নভেম্বরে ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপসে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে সিপিএলে খেলে এসে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

ইউনিসেফ বাংলাদেশ সাকিব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর