Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলোয়াড়দের ফিটনেস খুবই খারাপ: পাপন


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৫

গত কদিন থেকেই শোনা যাচ্ছে আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০২০ মৌসুমের জন্য নতুন নিয়ম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। খেলতে হলে প্রতিটি ক্রিকেটারের ফিটনেস লেভেল থাকতে হবে আপ টু দ্য মার্ক। ফিটনেসের মান নির্নায়ক বিপ টেস্টে যারা ১১ নম্বর পাবেন না, তারা টুর্নামেন্টে খেলতে পারবেন না। অথচ আগের বছর ৮-৯ থাকলেই চলত। এই বিষয়টি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘এখন আমাদের মূল সমস্যা যেটি দেখছি জাতীয় দলে সেটা হচ্ছে ফিটনেস। খেলোয়াড়দের ফিটনেস খুবই খারাপ। কোচ এসে বলছে এটা কি ধরণের ফিটনেস তোমাদের খেলোয়াড়দের! এমন ফিটনেস নিয়ে তো আন্তর্জাতিক লেভেলে… আমি দক্ষিণ আফ্রিকায় ছিলাম সেখানে তো কখনো দেখিনি। এখন হঠাৎ করে তো আর বাড়াতে পারবো না। ১৩ তে যেতে পারছি না বা উপরে উঠতে পারছি না। তাই ন্যাচারালি একটি সিদ্ধান্ত হয়েছে যে আমরা যদি নিচের থেকে মানে যেখান থেকে খেলোয়াড়গুলো উঠে আসে সেখানে যদি আমরা লেভেলটা ঠিক না করি, এত কম রাখি তাহলে এই ৯-১০ তো আসবে জাতীয় দলে। আমাদের তো এখানে তাহলে লাভ হচ্ছে না। সে কারণে চেষ্টা করা হচ্ছে।‘

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি আজকে পত্রপত্রিকায় দেখেছি এটি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট এসেছে। এখন দেখা যাক… আমরা বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। এটাতে সবারই নজর দিতে হবে। আমি মনে করি যে আমাদের দলের ফিটনেস অবশ্যই উন্নতি করতে হবে।’

জাতীয় ক্রিকেট লিগ নিয়ে পাপন আরও যোগ করেন, ‘অনেকে বলতে পারেন এনসিএল আগের মতো জমজমাট হয় না। তবে আমরা চেষ্টা করবো জমজমাট করার জন্য। আমাদের ক্রিকেটের স্বার্থে আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। নাহলে আমরা কোনো নতুন খেলোয়াড় পাচ্ছি না।’

জাতীয় দল পাপন ফিটনেস বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর