Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কেউ অন্যায় করলে বিচার হবে, বিসিবিও ছাড় দেবে না’


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৯

ফাইল ফটো

ঢাকা: ‘যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হবে, এখানে ছাড় পাওয়ার কোনো কারণই নেই। বিসিবিও ছাড় দেবে না।’

দেশে ক্যাসিনো বিরোধী চলমান অভিযানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কারো কারো সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, আগে জানি কে কে জড়িত, হয়তো আরও নাম আসতে পারে, তবে এতো আগেই এগুলো নিয়ে ঢালাও মন্তব্য করাটা উচিত হবে না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নিজবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিসিবি সভাপতি।

এসময় তিনি জোর দিয়ে বলেন, ‘তবে এখন সময় এসেছে ক্লাবগুলো কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে ভাববার।’

ক্যাসিানোর সঙ্গে বোর্ডের কারো জড়িত থাকার প্রমাণ পেলে তার শাস্তি দাবীও করেন বিসিবি সভাপতি।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বিসিবির কারও কারও নামে যে অবৈধ সম্পত্তির অভিযোগ উঠেছে সেটি নিয়েও কথা বলেন পাপন।

তিনি বলেন, ‘কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এতে কারো কোনো দ্বিমত নেই।’

ক্যাসিনো, জুয়া ও দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এমন একটা সাহসী পদক্ষেপ তার পক্ষেই নেয়া সম্ভব, আর কারো পক্ষেই নেয়া সম্ভব না।

‘দুদক থেকে সম্পদের হিসেব তো অনেকের কাছেই চাওয়া হয়, যে কারো কাছেই যেতে পারে দুদক। তার মানে এই নয় যে, যার কাছে চাওয়া হয়েছে তিনি অনৈতিক বা বেআইনি কোনো কাজ করেছেন।’ বলেন পাপন।

তিনি বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে যদি বোর্ডের কারও সংশ্লিষ্টতা থাকে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে। যারা জড়িত থাকবে তারাই ধরা পড়বে এবং তাদের বিচার হবে। এটাই আমরা চাই। আমরা আশা করি সুষ্ঠু বিচার হোক। আসল যারা দোষী আছে তারা ধরা পড়ুক।’

বিজ্ঞাপন

বিসিবির তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হবে কী না? এমন প্রশ্নে সভপতি বলেন, ‘আমাদের তো পদক্ষেপ নেয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। অপরাধ প্রমাণ হলে আমরা ব্যবস্থা নেব। এখনই কিছু বলাটা খুব দ্রুত হয়ে যায়।’

‘ক্যাসিনোগুলো বন্ধ করতে যে পদক্ষেপ নেয়া হয়েছে আমি মনে করি তার প্রতি সকলের পূর্ণ সমর্থন থাকা উচিত’, বলেন নাজমুল হাসান পাপন।

ক্যাসিনো পাপন বিসিবি

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর