Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানকে হারিয়ে কাতার-ভারত ম্যাচের আত্মবিশ্বাস চায় বাংলাদেশ


২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:২২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৩

ঢাকা: আফগানিস্তানের কাছে হারার পর পরের মাসেই চারদিনের মাথায় কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রস্তুতি শুরু করেছে জামাল ভূঁইয়ারা। মাঝে ভুটানের সঙ্গে দুটি ম্যাচে জয় দিয়েই আত্মবিশ্বাস কুড়াতে চায় জেমির শিষ্যরা। ভুটান জয়কে পুঁজি করে কাতার ও ভারত ম্যাচে নামতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব ও এশিয়ান কাপের বাছাইয়ের জন্য ১৫ দিনের প্রস্তুতি নিবে জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন। ইতোমধ্যে বাফুফের টার্ফে প্রথমদিনের অনুশীলন শুরু করেছে জামাল ভূঁইয়ারা।

বিজ্ঞাপন

প্রথমদিনে ইনজুরিতে ছিটকে যাওয়া মিডফিল্ডার মাসুক মিয়া জনি ও যুব সাফে নেপালে থাকা ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ছাড়া বাকী ২৪ ফুটবলার উপস্থিত ছিলেন জেমির প্রথম অনুশীলন সেশনে।

আর দু’দিন পরেই ভুটানের প্রথম ম্যাচ দিয়ে পরীক্ষা শুরু হবে চূড়ান্ত দল বাছাইয়ের। তার আগে জনির বদলে সুযোগ পেয়েছে ঢাকা আবাহনীর ডিফেন্ডার রায়হান হাসান। তাদেরকে নিয়ে ভুটানের দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়েই কাতারের সামনে যেতে চায় জেমির শিষ্যরা।

এর মাঝেই ভুটানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। প্রস্তুতি ম্যাচের পরপরই প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত করা হবে দল। ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এই দুটি ম্যাচে প্রাথমিক টার্গেট হিসেবে জিততে চায় জেমি, ‘আমরা দুটি ম্যাচেই জিততে চাই। তার আগে ভুটানকে হারিয়ে নিজেদের সেরা জায়গায় যেতে হবে। ভালো ফুটবল খেলতে হবে।’

আগামী মাসের ১০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারকে আতিথ্য দেবে বাংলাদেশ দল। তার চারদিন পর ১৫ অক্টোবর কলকাতায় ভারতের সঙ্গে খেলবে জেমি ডের শিষ্যরা। কঠিন ম্যাচ হলেও নিজেদের সেরাটা দিতে চায় জেমি, ‘এটা কোন সহজ ম্যাচ হবে না। কাতারের অনেক ফুটবলারই বিশ্বমানের। ভারতও অনেক শক্তিশালী দল। ৮০ হাজার দর্শকের সামনে তারা খেলবে। দারুণ একটা পরিবেশের মধ্যে তারা খেলবে আমাদের সঙ্গে। দুই দলই আমাদের জন্য দারুণ অভিজ্ঞতার হবে। আমাদের বাস্তবতা বুঝতে হবে। তবে ভুটানের সঙ্গে ‍দুটি ম্যাচই জিতে আমাদের আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে।’

বিজ্ঞাপন

এর আগে প্রথম ম্যাচে আফগানদের কাছে ১-০ ব্যবধানে হার দিয়ে শুরু করেছে জামাল ভূঁইয়ারা।

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ভারত ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর