Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০

ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে তিনটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচ জিতে তাই সিরিজ নিশ্চিত হয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দলের।

লখনৌতে চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মোহাম্মদ সাইফ হাসান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ দল তোলে মাত্র ২০১ রান। ম্যাচের শুরুতেই টাইগারদের টপ অর্ডার ভেঙে পড়ে। ওপেনার মেহেদী মাত্র ২ রান করেই ফিরে যান সাঁজ ঘরে।

বিজ্ঞাপন

মেহেদীর দেখানো পথেই হাটেন তৃতীয় উইকেটে নামা ইয়াসির আলী। তিনি আউট হন মাত্র ১ রান করে। এরপর ব্যাট করতে নামেন মোহাম্মদ জাকির হোসেন। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ফিরে যান ড্রেসিং রুমে। তবে এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক সাইফ হাসান।

দলীয় ৫৫ রানে ব্যক্তিগত ২৭ রান করে আউট হয়ে ফিরে যান অধিনায়ক সাইফ। ইনিংসের ১৩তম ওভারেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান সাঁজ ঘরে ফিরে যান। এরপর দলের হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল হক এবং আল আমিন। দুইজন মিলে পঞ্চম উইকেটে গড়েন ৪৫ রানের জুটি। ব্যক্তিগত ৪০ রান করে আল আমিন আউট হলে ভাঙে এই জুটি।

মাত্র ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে তখন দলের হাল ধরেন মহিদুল ইসলাম অঙ্কন। দারুণ এক অর্ধশতকে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে বাকিদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২০১ রান। অঙ্কন অপরাজিত থাকেন ৫১ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন আরশদ্বীপ সিং।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ১৬ রানেই ভারতের দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন টাইগাররা। এরপর ভারতের হাল ধরেন অধিনায়ক প্রিয়ম গর্গ। ১১১ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতীয় এই অধিনায়ক। মাত্র ৪২.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টাইগারদের হয়ে ২৮ রানে এক উইকেট তুলে নেন শফিকুল ইসলাম।

এর আগে প্রথম দুইটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল ভারতীয় দল। আর তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে চার উইকেটে হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগার অনূর্ধ্ব-২৩ দলের। সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ভারত অনূর্ধ্ব-২৩ সিরিজ জিতেছে ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর