Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স


২৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৫

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ছিল রোমাঞ্চকর এক শেষের আভাস। বেরসিক বৃষ্টি তাতে বাধ সাধে। ঢাকা পর্বে বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান আর চট্টগ্রাম পর্বে আফগানদের হারিয়ে প্রতিশোধ নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। তাতে হাইভোল্টেজ ফাইনালটি হয়ে দাঁড়ায় দুই দলের জন্যই রোমাঞ্চকর এক ফাইনাল। যার শেষ দেখা হলো না দুই দলের।

বৃষ্টি থাকায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস করা সম্ভব হয়নি। ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টা। রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে ফাইনালটি, এমন ঘোষণা আগেই দেওয়া ছিল। তবে, তার আগেই রাত ৯টা ৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। সেক্ষেত্রে শিরোপা ভাগাভাগি করে, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও আফগানিস্তানকে।

বিজ্ঞাপন

মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে নিজেদের প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল টাইগাররা। এবার তাদের সামনে ছিল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম শিরোপার হাতছানি। বৃষ্টিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই ফাইনালিস্ট বাংলাদেশ এবং আফগানিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তাতে বাংলাদেশ প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপার স্বাদ পেল।

চলুন দেখে নেওয়া যাক সদ্যই শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দলীয় আর ব্যক্তিগত পারফরম্যান্সের কিছু অংশ।

*** সর্বোচ্চ দলীয় সংগ্রহ:
আফগানিস্তান ১৯৭/৫ (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, মিরপুর ১৪ সেপ্টেম্বর)
বাংলাদেশ ১৭৫/৭ (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, চট্টগ্রাম ১৮ সেপ্টেম্বর)
জিম্বাবুয়ে ১৬৯/৭ (প্রতিপক্ষ আফগানিস্তান, মিরপুর ১৪ সেপ্টেম্বর)

বিজ্ঞাপন

*** সর্বোচ্চ ব্যবধানের জয় (রান)
বাংলাদেশ ৩৯ রানে জয়ী, প্রতিপক্ষ জিম্বাবুয়ে
আফগানিস্তান ২৮ রানে জয়ী, প্রতিপক্ষ জিম্বাবুয়ে
*** সর্বোচ্চ ব্যবধানের জয় (উইকেট)
জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী, প্রতিপক্ষ আফগানিস্তান
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী, প্রতিপক্ষ আফগানিস্তান
*** সর্বোচ্চ ব্যবধানের জয় (বাকি থাকা বলের হিসেবে)
বাংলাদেশ ৬ বল বাকি থাকতে জয়ী, প্রতিপক্ষ আফগানিস্তান
জিম্বাবুয়ে ৩ বল বাকি থাকতে জয়ী, প্রতিপক্ষ আফগানিস্তান

*** সর্বোচ্চ রান
হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে, ৪ ম্যাচে ১৩৩ রান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান, ৪ ম্যাচে ১৩৩ রান), মোহাম্মদ নবী (আফগানিস্তান, ৪ ম্যাচে ১৩০ রান), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ, ৪ ম্যাচে ১২৬ রান) এবং সাকিব আল হাসান (বাংলাদেশ, ৪ ম্যাচে ৯৬)।

*** ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
মোহাম্মদ নবী (আফগানিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ) ৫৪ বলে অপরাজিত ৮৪ (তিনটি চার আর সাতটি ছক্কা)
হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে, প্রতিপক্ষ আফগানিস্তান) ৪২ বলে ৭১ (চারটি চার আর পাঁচটি ছক্কা)
সাকিব আল হাসান (বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান) ৪৫ বলে অপরাজিত ৭০ (আটটি চার আর একটি ছক্কা)

*** সবচেয়ে বেশি ছক্কা
মোহাম্মদ নবী (আফগানিস্তান, ১১টি ছক্কা), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান, ৮টি ছক্কা) এবং নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান, ৭টি ছক্কা)। ৬টি করে ছক্কা জিম্বাবুয়ের রায়ান বার্ল এবং মাসাকাদজার।

*** বাউন্ডারি থেকে ইনিংসে সর্বোচ্চ রান
নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান, ৩০ বলে অপরাজিত ৬৯ রান করার পথে বাউন্ডারি থেকে ৫টি চার, ৬টি ছক্কায় তোলেন ৫৬ রান)
মোহাম্মদ নবী ((আফগানিস্তান, ৫৪ বলে অপরাজিত ৮৪ রান করার পথে বাউন্ডারি থেকে ৩টি চার, ৭টি ছক্কায় তোলেন ৫৪ রান)
হ্যামিল্টন মাসাকাদজা ((জিম্বাবুয়ে, ৪২ বলে ৭১ রান করার পথে বাউন্ডারি থেকে ৪টি চার, ৫টি ছক্কায় তোলেন ৪৬ রান)

*** সর্বোচ্চ উইকেট
মুজিব উর রহমান (আফগানিস্তান, ৪ ম্যাচে ৭ উইকেট), মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ, ৪ ম্যাচে ৭ উইকেট), ক্রিস এমপফু (জিম্বাবুয়ে, ২ ম্যাচে ৬ উইকেট), রশিদ খান (আফগানিস্তান, ৪ ম্যাচে ৬ উইকেট), কাইল জারভিস (জিম্বাবুয়ে, ৪ ম্যাচে ৬ উইকেট)।

*** বেস্ট বোলিং ফিগার
মুজিব উর রহমান (আফগানিস্তান, ৪-০-১৫-৪), ক্রিস এমপফু (জিম্বাবুয়ে, ৪-০-৩০-৪) এবং সাইফউদ্দিন (বাংলাদেশ, ৪-০-৩৩-৪)

*** বেস্ট ইকোনমি রেট
আফিফ হোসেন (বাংলাদেশ, ৩-১-৯-২, ইকোনমি ৩.০০), মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ, ৩-০-১০-১, ইকোনমি ৩.৩৩) এবং মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ, ৪-০-১৪-১, ইকোনমি ৩.৫০)

*** সবচেয়ে খরুচে বোলিং
কাইল জারভিস (জিম্বাবুয়ে, প্রতিপক্ষ আফগানিস্তান ৪-০-৫৩-০), তেন্দাই চাতারা (জিম্বাবুয়ে, প্রতিপক্ষ আফগানিস্তান ৪-০-৫৩-২) এবং সাকিব আল হাসান (বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ৪-০-৪৯-০)

*** মোস্ট ডিসমিসাল
বেন্ডন টেইলর (জিম্বাবুয়ে, ৪ ম্যাচে তিনটি ক্যাচ, স্ট্যাম্পিং নেই), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান, ৪ ম্যাচে দুটি ক্যাচ, স্ট্যাম্পিং নেই), মুশফিকুর রহিম (বাংলাদেশ, ৪ ম্যাচে কোনো ক্যাচ বা স্ট্যাম্পিং নেই)

*** সর্বোচ্চ রানের জুটি
নাজিবুল্লাহ জাদরান-মোহাম্মদ নবী ১০৭ রান (আফগানিস্তান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
রহমানুল্লাহ গুরবাজ-হজরতউল্লাহ জাজাই ৮৩ রান (আফগানিস্তান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
মোসাদ্দেক হোসেন-আফিফ হোসেন ৮২ রান (বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)

** বাংলাদেশের পাশাপাশি যৌথ চ্যাম্পিয়ন আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজ পারফরম্যান্স বাংলাদেশ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর