Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যতিক্রম কেবল সাকিব


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩১

নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ২০১৯-২০২০ মৌসুমের জন্য জাতীয় দলের প্রতিটি সদস্যের খেলা বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ত্রিদেশীয় সিরিজ শেষে প্রায় এক মাসেরও বেশি সময় যেহেতু কোনো খেলা নেই, সেহেতু বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল মুশফিক-তামিমরা। বেশ উৎফুল্লিত চিত্তেই লঙ্গার ভার্সনের ঘরোয়া এই টুর্নামেন্টে অংশ নিতে সম্মত হয়েছেন তারা। দেশসেরা ব্যাটসম্যান তামিম ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে ব্যতিক্রম থেকে গেলেন কেবল সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজ শেষ হতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে পাড়ি জমাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। টুর্নামেন্টে তার বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলার কথা রয়েছে। ফলে জাতীয় দলের অন্যান্যদের মতো তাকে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দেখা যাবে না।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে এনসিএলে জাতীয় দলের খেলোয়াড়দের বাধ্যবোধকতা ও ব্যতিক্রমী সাকিবের কথা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি জানালেন, ‘যেহেতু সামনে টেস্ট চ্যাম্পিয়নশীপ এবং ত্রিদেশীয় সিরিজের পর লম্বা একটি গ্যাপ আছে সেহেতু জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এনসিএল বাধ্যতামূলক করা হয়েছে। তবে সাকিব এর আওতায় থাকছে না। সে তো সিপিএল খেলতে যাচ্ছে।’

পক্ষান্তরে এই এনসিএলের জন্যই আফিফ হোসেন ধ্রুবকে সিপিএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে সেইন্ট কিটস থেকে ডাক পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। টুর্নামেন্টে অংশ নিতে তাই বিসিবি বরাবর ছাড়পত্রের আবেদন করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নিয়মিত হওয়ার চেষ্টায় থাকা এই উদীয়মান ক্রিকেটার। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তার আবেদনে সাড়া দেয়নি।

দেশের ৮টি বিভাগের অংশগ্রহণে ৫ অক্টোবর থেকে ভিন্ন ভিন্ন ভেন্যুতে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন মৌসুম।

এনসিএল বিসিবি সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর