Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির ডিমেরিট পয়েন্ট, ছিটকে গেছেন বুমরাহ


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৬

বেঙ্গালুরুতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে ভারতীয় দলপতি বিরাট কোহলিকে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সঙ্গে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। এদিকে, চোটের কারণে টেস্ট সিরিজের আগে ছিটকে গেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।

ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে প্রোটিয়া বোলার বুরেন হেনড্রিক্সের সঙ্গে অযথাই সংঘর্ষে জড়ান কোহলি। ম্যাচের পর বিরাট ম্যাচ-রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করেছেন। তাই জরিমানা কিংবা আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

ম্যাচ হারের পাশাপাশি ‘কোড অব কনডাক্ট’ লঙ্ঘন করে আইসিসির কাছে ভর্ৎসিত হন ভারতীয় দলপতি। আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিরাট কোহলি আইসিসির ২.১২ ধারায় প্লেয়ারদের কোড অব কনডাক্ট লঙ্ঘন করেছেন। প্লেয়ার, আম্পায়ার ও ম্যাচ রেফারি অথবা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অসঙ্গত শারীরিক সংঘর্ষ করলে দোষী সাব্যস্ত হয়। এর ফলে কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ নিয়ে ২০১৬ সেপ্টেম্বর থেকে সংশোধিত কোড চালু হওয়ার পর থেকে তিনবার শৃঙ্খলা ভঙ্গ করেছেন কোহলি।’

কোহলির নামের পাশে প্রথম ডিমেরিট পয়েন্ট হয় গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে। দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয় ২০১৯ বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচে। এছাড়া, ২০১৬ সালের সেপ্টেম্বরে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তিনটি ডিমেরিট পয়েন্ট পান তিনি।

এদিকে, প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ছিটকে গেছেন। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজে থাকছেন না বুমরাহ। এই পেসারের লোয়ার ব্যাকে স্ট্রেস ফ্র্যাকচার থাকায় তাকে পুনর্বাসনে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

বুমরাহর পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার উমেশ যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলিদের তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে বিশাখাপত্তনমে। পরের দু’টি টেস্ট হবে যথাক্রমে পুনে ও রাঁচিতে।

কোহলি ডিমেরিট পয়েন্ট বুমরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর