Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে টস হতে দেরি


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪২

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আর কিছু পরে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টি থাকায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এখনও টস হয়নি। ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টা। রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে ফাইনালটি। সেক্ষেত্রে শিরোপা ভাগাভাগি হবে, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ ও আফগানিস্তানকে।

আরও পড়ুন: ফাইনালে বৃষ্টি হানা দিলে কী হবে?

বিজ্ঞাপন

এর আগে নিজেদের প্রথম এবং ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরে বসে সাকিবের দলটি। চট্টগ্রামে তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকিট কাটে টাইগাররা। আর চতুর্থ ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে প্রথম হারের প্রতিশোধ তোলে বাংলাদেশ।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে সিরিজ শুরু করে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে খেলতে আসা আফগানরা দ্বিতীয় ম্যাচে ২৫ রানে হারিয়ে দেয় বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানরা হেরে বসে ৭ উইকেটে আর বাংলাদেশের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানরা হেরেছে ৪ উইকেটে।

বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে ফাইনালে নামবে আর আফগানরা টানা দুই ম্যাচ হেরে ফাইনালে নামবে। শুরু হলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে নিজেদের প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল টাইগাররা। এবার তাদের সামনে টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম শিরোপার হাতছানি।

বিজ্ঞাপন

টস ত্রিদেশীয় সিরিজ ফাইনাল বৃষ্টি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর