Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে আসছে না অস্ট্রেলিয়া


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৮

আইসিসির পুরোনো ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী চলতি বছরের অক্টোবরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু ফ্রেশ বা নতুন এফটিপিতে সিরিজের সূচি বদলে গেছে। বদলে যাওয়া সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।

যেখানে আগের এফটিপির চাইতে একটি ম্যাচ বেশি পাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি বাংলাদেশে এসে খেলে যাবে অজিরা।

বিজ্ঞাপন

বিসিবির করা অনুরোধের প্রেক্ষিতেই আইসিসি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এছাড়াও এফটিপিতে দুটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে। যা অনুষ্ঠিত হবে ২০২০ সালের জুন-জুলাইয়ে, বাংলাদেশে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, এফটিপি অনুযায়ী দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। টেস্ট ম্যাচ দুটি আগামী বছর জুন-জুলাইতে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে খেলবে। টি-টোয়েন্টি যেটা আছে, আমরা অনুরোধ করে দুইটা থেকে তিনটা করেছি। সেটা ২০২১ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তার আগে এসে এখানে খেলবে।’

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি টেস্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর