Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মম সত্যটা স্বীকার করলেন টাইগার হেড কোচ


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৬

ত্রিদেশীয় সিরিজে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুইবার জিম্বাবুয়েকে হারানোর পর সব শেষ ম্যাচে হারিয়েছে আফগানদের। সবারই তাতে খুশি হওয়ার কথা। দেশের আপামর ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টেরও। কিন্তু ব্যতিক্রম থেকে গেলেন কেবল সাকিবদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। শিষ্যরা ফাইনালে উঠলেও তাদের খেলার ধরণ তার পছন্দ হয়নি।

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজে মিরপুর শের-ই-বাংলার সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে জহুর আহমেদের শেষ ম্যাচ পর্যন্ত ব্যাটিংয়ে এক নড়বড়ে বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। দারুণ দৃষ্টিকটু ওপেনিং, নড়বড়ে মিডল অর্ডার ও অধারাবাহিক লোয়ার মিডল অর্ডার। বোলিংও আহামরি ভালো ছিল না। বিশেষ করে ঢাকা পর্বে। অর্থাৎ টোটাল টিম এফোর্ট কোনো ম্যাচেই দেখা যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটিতে আফিফ, দ্বিতীয়টিতে মাহমুদউল্লাহ ও শেষটিতে সাকিব জ্বলে না উঠলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল স্বাগতিকদের জন্য হয়ে উঠত দূরের বাতিঘর।

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই সত্যটি অকপটে বলে গেলেন এই প্রোটিয়া কোচ, ‘আমরা এখনো আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখনো সময় রয়েছে ভালো করা নির্দিষ্ট কিছু জায়গায় যেটা করতে পারলে ভালো খেলা সম্ভব। বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ৫-৬ ওভারে ২-৩টা উইকেট হারাচ্ছি। প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলছি। এই জায়গাটাতে আরও বেশি মনযোগী হতে হবে। ১৫ ওভারের মধ্যে যেন ২টা উইকেটের বেশি হারাতে না হয়, যাতে শেষ ৫ ওভারে বেশি রান তোলায় মনযোগী হতে পারি। এই জায়গাটাতে আমাদের উন্নতি করতে হবে বলে আমি মনে করি। আশা করি আমরা সেটা পারবো।’

পারলে তো কথাই নেই। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর আরও একটি বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে পারবে বাংলাদেশ। কিন্তু স্পিন বিষে ভরা আফগানদের বিপক্ষে সেটা কতটা সহজ? রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের ঘূর্ণি যাদুর সামনে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং ইউনিটই ছিল থরো থরো। ফাইনালেও যে তার ব্যতিক্রম দেখা যাবে না, তারই বা নিশ্চয়তা কি?

না, কোনো নিশ্চয়তা দেননি সাকিবদের গুরু। তবে আশার কথা শুনিয়েছেন, ‘আমরা জানি আফগানিস্তান খুব ভালো দল। কিন্তু আমরা জানি যে আমাদের সামর্থ অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারি আমরা। আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আমাদের কৌশল ঠিক রেখে মানসিকভাবে যদি প্রস্তুত থাকি যে আমরা আফগানিস্তানকে হারাতে পারবো তবে বাংলাদেশ জিতলেও অবাক হবো না।’

মঙ্গলবার (২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com

কোচ গাজী টিভি টাইগার ডমিঙ্গো ত্রিদেশীয় সিরিজ র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর