Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির থেকে বেনজেমা পিছিয়ে এক গোলে


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৩

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর আক্রমণভাগের দায়িত্ব বর্তেছে করিম বেনজেমার ওপর। বছর জুড়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে কটাক্ষের স্বীকার হওয়ার বেনজেমাতেই গেল মৌসুমে শেষ রক্ষা হয়েছিল লস ব্ল্যাঙ্কোসদের। গ্যারেথ বেলের ইনজুরি সেই সাথে বাকি ফরোয়ার্ডদের গোল খরায় রিয়াল যখন ধুঁকছিল তখন রিয়ালের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়েছিলেন এক বেনজেমায়।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগা করিম বেনজেমার থেকে বেশি গোল করতে পারেননি আর কেউই। লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেছেন বেনজেমা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা থেকে দু’টি করে গোল করেছেন আনসুমানে ফাতিহ, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং লুইস সুয়ারেজ। আর রিয়াল মাদ্রিদের হয়েও দুই গোল করেছেন গ্যারেথ বেল। তবে লিগে গোলদাতাদের তালিকায় সবার শীর্ষে করিম বেনজেমায়।

বিজ্ঞাপন

লা লিগার কেবল চলতি মৌসুমেই নয়, গেল মৌসুমেও দারুণ পারফরম্যান্স করেছিলেন বেনজেমা। ২০১৮-২০১৯ মৌসুমে বেনজেমার থেকে বেশি গোল করতে পেরেছিলেন কেবল একজনই। লিওনেল মেসি গেল মৌসুমে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আর বেনজেমা করেছিলেন ২১ গোল।

তবে মৌসুমের হিসেবে লিওনেল মেসির থেকে অনেক বেশি পিছিয়ে থাকলেও বছরের হিসেবে মেসির থেকে কেবল এক গোল পিছিয়ে বেনজেমা। ২০১৯ সালে লা লিগায় ২১ গোল করেছেন লিওনেল মেসি। যদিও চলতি মৌসুমে অর্থাৎ ২০১৯-২০২০ এ এখনও কোনো গোলের দেখা পাননি মেসি। আর এখানেই মেসিকে ছোঁয়ার স্বপ্নে বিভোর বেনজেমা। ২০১৯ সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে বেনজেমা করেছেন ২০ গোল।

কেবল লা লিগাতেই নয়, সমগ্র ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে ২০১৯ সালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে করিম বেনজেমা। তার থেকে এগিয়ে আছেন কেবল ২১ গোল করা মেসিই। তবে বিধ্বংসী ফর্মে থাকা বেনজেমার সামনে আছে তাকে স্পর্শ করারও সুযোগ। কারণ মেসি মাত্রই ফিরেছেন বড় ইনজুরি থেকে আর এখনও নিজের সেরাটা দিতে পারছেন না। তাই তো বেনজেমার সামনে সুযোগ থাকছে মেসিকে স্পর্শ করার।

বিজ্ঞাপন

কেবল লা লিগাতেই নয়, গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও দারুণ পারফরম্যান্স করেছিলেন বেনজেমা। যদিও আয়াক্সের কাছে হেরে রাউন্ড অব-১৬ থেকে বাদ পড়তে হয়েছিল লস ব্ল্যাঙ্কোসদের। তবুও চ্যাম্পিয়নস লিগের গেল মৌসুমের আট ম্যাচে চার গোল আর দুই এসিস্ট করে মোট ছয় গোলে অবদান রেখেছিলেন বেনজেমা। চলতি মৌসুমে এক ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পাননি বেনজেমা। মৌসুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে বেনজেমার সামনে থাকছে লিওনেল মেসিকে স্পর্শ করার সুযোগ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ ম্যাচে ওসাসুনাকে আতিথ্য দেবে লস ব্ল্যাঙ্কোসরা। আর ওসাসুনার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সব ক’টিতেই জয় পেয়েছে রিয়াল।

করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি সর্বোচ্চ গোলদাতা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর