Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানকে দিয়ে কাতার ম্যাচের প্রস্তুতি


২২ সেপ্টেম্বর ২০১৯ ২২:০০

বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। কাতার ও ভারতের ম্যাচকে সামনে রেখে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু হবে জামাল ভূঁইয়াদের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষেই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা।

আগামী ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।

বিজ্ঞাপন

রোববার (২২ সেপ্টেম্বর) বাফুফের সহ সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানান, ‘বিশ্বকাপ বাছাই পর্বে সামনে আমাদের দুটি ম্যাচ আছে। তার আগে দুটি প্রস্তুতি খেলবে জাতীয় দল। প্রতিপক্ষ থাকছে ভুটান।’

সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭, ভুটানের অবস্থান ১৮৫। এদিকে, ভুটানের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ, অন্যটিতে জিতেছে ভুটান। বাকি ম্যাচটি ড্র হয়। ২০১৬ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় প্লে-অফ ম্যাচের প্রথম লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই বছর দ্বিতীয় লেগে ভুটানের চাংলিমিথাংয়ে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মামুনুল ইসলাম। ৩-১ গোলের অ্যাগ্রিগেটে এগিয়ে বাংলাদেশকে টপকে যায় ভুটান।

আর সবশেষ গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ঘরের মাঠে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি শট থেকে স্কোর করেন তপু বর্মন এবং ৪৭ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ খেলছে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর ঘরের মাঠে জামালদের প্রতিপক্ষ কাতার। ১৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলবে ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে তাদের মাঠে।

আগামী বছর ২৬ মার্চ ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ম্যাচ, ষষ্ঠ ম্যাচ ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে। এরপর নিজেদের সপ্তম ম্যাচে ৪ জুন ঢাকায় ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। বাছাইপর্বের শেষ ম্যাচে ৯ জুন ঢাকায় ওমানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।

কাতার বাংলাদেশ ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর