Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা চার ম্যাচে জয়শূন্য ইউনাইটেড


২২ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরেছে উলে গুনার সুলশারের দল। চলতি লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য ইউনাইটেড।

চেলসিকে হারিয়ে লিগ শুরু করলেও পরের তিন ম্যাচে খুঁজে পাওয়া যায়নি ইউনাইটেডকে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও সাউথ্যাম্পটনের বিপক্ষে ড্র করা ইউনাইটেড হেরেছিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। সবশেষ ম্যাচে লেস্টার সিটিকে হারালেও আবারও নিজেরাই হেরে বসলো। যদিও বলের পজিশনে ৫৪ শতাংশ নিজেদের দখলেই রেখেছিল ইউনাইটেড।

বিজ্ঞাপন

নিজেদের মাঠে ম্যাচের ৪৪তম মিনিটে লিড নেয় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। আন্দ্রি ইয়ারমোলেঙ্কো নিচু শট রুখে দিতে পারেননি ইউনাইটেডের সেরা গোলরক্ষক ডেভিড ডি গিয়া। বিরতির পর ম্যাচের ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন ক্রেসওয়েল।

এ প্রতিবেদন লেখা অবধি, ৫ ম্যাচে শতভাগ জয় নিয়ে ১৫ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে লিচেস্টার, চারে ওয়েস্ট হ্যাম আর ১০ পয়েন্ট নিয়ে পাঁচে বোর্নমাউথ। ৬ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ইউনাইটেডের সংগ্রহ মাত্র আট পয়েন্ট।

ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর