Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাটলারকে টপকে যাওয়ার অপেক্ষায় মুশফিক


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৮

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টাইগারদের অটোমেটিক চয়েজ মুশফিক সেই ম্যাচে মাত্র ১০ রান করতে পারলে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে টপকে যাবেন।

টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচে মুশফিক ৮১ ম্যাচে করেছেন ১২০১ রান। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৪৩ রান। উইকেটের পেছনে দাঁড়ানোর পাশাপাশি ইংলিশ কিপার বাটলার করেছেন ১১৫২ রান। উইকেটরক্ষক মুশফিক আর ১০ রান করতে পারলে বাটলারকে ছাড়িয়ে যাবেন।

বিজ্ঞাপন

উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের মালিক আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। যিনি এই সিরিজে খেলছেন না। আফগান এই হার্ডহিটার উইকেটরক্ষক ব্যাটসম্যান করেছেন ৬৪ ম্যাচে ১৯১৮ রান। দুইয়ে থাকা ভারতের মহেন্দ্র সিং ধোনি ৯৮ ম্যাচে করেছেন ১৬১৭ রান। লঙ্কান সাবেক উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা ৫৫ ম্যাচে করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৩৭১ রান। নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম ৪২ ম্যাচে করেছেন ১৩৫২ রান।

ইংলিশ উইকেটরক্ষক বাটলার ৫০ ম্যাচে পঞ্চম সর্বোচ্চ ১১৫২ রান করেছেন। তালিকায় ছয় নম্বরে থাকা মুশফিকের রান ৭৭ ম্যাচে ১১৪৩। টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক হিসেবে চার অঙ্কের দেখা পেয়েছেন এই ছয় ক্রিকেটার। মুশির পেছনে থাকা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৩৬ ম্যাচে করেছেন ৯২৬ রান।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক করেন ০ রান। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫ রান। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৩২ রান আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ২৬ রান।

বিজ্ঞাপন

উইকেটরক্ষক ত্রিদেশীয় সিরিজ বাটলার মুশফিক

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর