Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদমাধ্যমকে এভাবে এড়িয়ে গেলেন কেন তামিম?


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০০

লম্বা ছুটি কাটিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মিরপুর জাতীয় একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনে নামলেন তামিম ইকবাল। সংবাদমাধ্যম কর্মীরা ভিডিও ধারণ ও ছবি তুলতে চাইলে ঝাঁঝালো কণ্ঠে না বলে দিলেন। ‘ভাই ছবি তুলবেন না, ভিডিও করবেন না।’ প্রায় ৫০ মিনিট নেটে ব্যাটিং অনুশীলন শেষ করেই দিলেন এক ছুট। মুহূর্তেই মিরপুর একাডেমি চত্বর থেকে উধাও হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই রান সংগ্রাহক।

বিজ্ঞাপন

কিন্তু কেন? সংবাদমাধ্যমের সঙ্গে বরাবরই বন্ধুসুলভ তামিম ইকবাল। হঠাৎ করেই কী এমন ঘটে গেল যে এভাবে এড়িয়ে যেতে হবে? রাতারাতি তার এভাবে বদলে যাওয়া আচরণের হেতু আসলে কি?

তাহলে কি আমরা ধরে নেব বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে তার ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা সংবাদমাধ্যম বড় বড় অক্ষরে ছেপেছে বলেই তার এমন বিমুখতা? নাকি অন্য কিছু? অন্য কিছুটা কি? সেটা হতে পারে সতীর্থরা মাঠে খেলছেন কিন্তু নিজে খেলতে পারছেন না সেই গ্লানি তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বলেই!

ব্যাটিংয়ে টানা অফ ফর্মে থাকায় ছন্দে ফিরতে সাকিব আল হাসানের পরামর্শে শ্রীলঙ্কা সিরিজ শেষে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন তামিম ইকবাল। ছুটির মেয়াদ ছিল চলতি ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত। বলে রাখা ভালো আগামী পরশু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন জাতির টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজ শেষের সাথে সাথে তারও মাঠে ফেরার ঘণ্টা বেজে গেছে। সে কারণেই আবার হোম অব ক্রিকেটে নিয়মিত হতে শুরু করেছেন এই টাইগার ওপেনার।

জানা গেছে, গত দুই দিন মিরপুরে এসে তিনি ফিটনেসের কাজও করে গেছেন। কিন্তু দেশের সিংহভাগ সংবাদমাধ্যমই সে বিষয়ে অবগত নয়। আরেকটা বিষয়, তামিম ইকবাল নাকি আসন্ন জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) খেলবেন!

অনুশীলনে ফিরেছেন টপ নিউজ তামিম ইকবাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর