Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসাকাদজাকে বিদায় জানালেন জয় দিয়েই


২০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৮

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটিই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন হ্যামিল্টন মাসাকাদজা। আর এই ম্যাচে জয় দিয়েই মাসাকাদজাকে বিদায় জানিয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। তবে ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে জিম্বাবুয়েকে ১৫৬ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ৬১ রানে ভর করে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে আফগানরা, জিম্বাবুয়ের হয়ে ক্রিস্তোফা এমপফু ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ঝড় সূচনা করেন হ্যামিল্টন মাসাকাদজা। মাত্র ৪১ বলেই ৭১ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের জয়ের পথ সুগম করেন তিনি। রেগিস চাকাবাহর সাথে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন মাসাকাদজা। দলীয় ১১০ রানে মাসাকাদজা আউট হয়ে গেলে ভাঙে এই জুটি।

তবে অন্য পাশে রয়ে যান চাকাবাহ, দলকে জয়ের আরও কাছে নিয়ে যান তিনি। ৩৯ রান করে দলীয় ১৩৯ রানে আউট হয়ে ফিরে যান চাকাবাহ। তবে ততক্ষণে জিম্বাবুয়ের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। এরপর বাকি কাজটা সারেন শন উইলিয়ামস। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন এই অল রাউন্ডার।

শেষ দিকে ২৪ বলে ২১ রান করে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

ছবি: শ্যামল নন্দী

জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ মাসাকাদজার অবসর হ্যামিল্টন মাসাকাদজা