Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সা বা মাদ্রিদে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৫

অক্টোবরে জার্মানির বিপক্ষে ম্যাচ খেলার পর আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হয়েছে। প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ইকুয়েডরের বিপক্ষে তাদের ম্যাচটি স্পেনের বার্সেলোনা কিংবা মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত হবে।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ ইকুয়েডরের বিপক্ষে খেলেছে ২০১৭ সালের নভেম্বরে। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাঁচা-মরার সেই ম্যাচে ফিরেছিলেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছিল। তার আগে ২০১৫ সালে দুবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। একটিতে ২-১ গোলে জিতলেও পরেরটিতে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার পর প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিলির বিপক্ষে ০-০ গোলের ড্র করে আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে লটারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকোকে ৪-০ গোলের ব্যবধানে হারায় মেসিহীন দলটি।

আগেই জানানো হয় আর্জেন্টিনা আগামী ১৩ অক্টোবর স্পেনের সান ম্যামেসে মুখোমুখি হবে বক্স কান্ট্রির। ম্যাচটির ভেন্যু ঠিক করা হয়েছিল লা লিগার স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠকে। তবে, এই প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। স্পেন সরকারের সাথে কাতালুনিয়ার মতোই বস্ক কান্ট্রি রিজিওনেরও অনেক দ্বন্দ্ব আছে। সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অনেক ভিন্নতাও আছে। রাজনৈতিক কোনো ঝামেলা এড়াতেই হয়তো আর্জেন্টিনা এই ম্যাচটি আপাতত খেলতে চাইছে না।

বিজ্ঞাপন

স্কালোনিকে এ বছর বড় দুটি দলের বিপক্ষে খেলতে হতে পারে। তার একটি হলো জার্মানি। অপর দলটি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আগামী ৯ অক্টোবর জার্মানির বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালের পর আবারও আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানরা। ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে ডর্টমুন্ড।

নভেম্বরে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যমের খবর, ১৪ নভেম্বর সৌদি আরবে মুখোমুখি হবে এই দুই দল। তাতে করে কোপা আমেরিকার সেমি ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে মেসি-আগুয়েরো-দিবালাদের। রিয়াদে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নভেম্বরে সৌদি আরবের বিপক্ষেও একটি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার।

** চ্যাম্পিয়ন্স লিগের গতরাতের ফল

আর্জেন্টিনা ইকুয়েডর জার্মানি ব্রাজিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর