Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৭

এশিয়া কাপ শেষ না হতেই নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত হতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। স্বাগতিক কিউই যুবাদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ও একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অংশ নিতে চলতি মাসের ২৩ তারিখ ঢাকা ছাড়বে লাল সবুজের যুবারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের মূল পর্বের লড়াই। ১৩ তারিখ শেষ ম্যাচটি খেলে পরদিন অর্থাৎ ১৪ অক্টোবর নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে।’

ব্যাটে বলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সময়টা খুব একটা মন্দ যাচ্ছে না। আগস্টে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছে। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও খেলেছে শিরোপা নির্ধারণী ম্যাচ। কিন্তু ভারত বাঁধায় শিরোপা জিতে দেশে ফেরা হয়নি। মাত্র ৫ রানের ব্যবধানে হেরে খুঁইয়েছে বহু কাঙ্খিত এশিয়া কাপ শিরোপা।

অনূর্ধ্ব-১৯ নিউজিল্যান্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর