Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির থেকে বেশি ব্যালন ডি’অর চান রোনালদো


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৯

বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি আর জুভেন্টাসের সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচটি করে ব্যালন ডি’র আছে। এখানেই থেমে যেতে চান না জুভেন্টাসের এই পর্তুগিজ সুপারস্টার। আর্জেন্টাইন তারকা মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করতে চান পর্তুগিজ তারকা রোনালদো। এক টিভি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান রোনালদো।

এ সময় ৩৪ বছর বয়সী রোনালদো জানান, মেসি ফুটবল ইতিহাসের অংশ। আমি যা করেছি আর যা করে যাচ্ছি তাতে নিশ্চিত আমিও ফুটবল ইতিহাসের একটা অংশ। মেসির থেকে উপরে থাকতে আমার ছয় বা সাত বা আটটি ব্যালন ডি’অর পুরস্কার থাকা দরকার। এটা আমি খুব করে চাই। আমি নিজেও মনে করি, আমি এর যোগ্য।

বিজ্ঞাপন

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন মেসি-রোনালদো। গত বছর তাদের দুজনের রাজত্বের অবসান ঘটিয়ে পুরস্কারটি জেতেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। এবার মেসি-রোনালদের সঙ্গে ব্যালন ডি’অরের তালিকায় ফেভারিট লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। এরই মধ্যে মেসি-রোনালদোকে হটিয়ে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভ্যান ডাইক। বলা যায় এবারও নতুন কারো হাতে উঠতে পারে ব্যালন ডি’অরের পুরস্কার।

গতবার ইউরোপের সেরা গোলদাতা ছিলেন বার্সার মেসি। তাকেও ফেভারিটের তালিকায় রাখা হচ্ছে। গোলের হিসেবে রোনালদো পিছিয়ে পড়লেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। দেশের হয়ে শিরোপা জিতেছেন, শিরোপা জিতেছে জুভিদের জার্সিতে প্রথম মৌসুমে খেলতে গিয়ে।

মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো আরও জানান, আমরা বন্ধু নই। কিন্তু আমরা এই মঞ্চটা ১৫ বছর ধরে ভাগাভাগি করছি। আমি জানি যে মেসি আমাকে আরও ভালো খেলোয়াড় হতে তাড়িত করেছে। একইভাবে আমিও তাকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে প্রেরণা জুগিয়েছি। আমার হিসেবে আমিই ইতিহাসের সেরা, কিন্তু কিছু সমর্থকের মতে যদি অন্য কেউ সেরা হয় আর আমি দ্বিতীয় হই, তাতে আমার কিছুই যায় আসে না।

বিজ্ঞাপন

পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রোনালদো আরও যোগ করেন, আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ড আমাকে অনুসরণ করে। আমি সাফল্য পেতে মরিয়া। শুধু প্রতিভা যথেষ্ট নয়, আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, তাই রেকর্ডগুলো আমারই অংশ। সফলতার পেছনে ছুটে চলা আমার নেশা, আমি মনে করি না যে এটা খারাপ কিছু। আমার মতে এটা ভালো। এটা আমাকে অনুপ্রাণিত করে। যদি আপনি অনুপ্রাণিত না হন, তবে থেমে যাওয়াটাই সবচেয়ে উত্তম।

** রোনালদোকে রাগাতে ভয় পান সিমিওনে

ব্যালন ডি অর মেসি রোনালদো

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর