Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তি নবায়ন করা ডি গিয়ার লক্ষ্য আরও শিরোপা


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫২

এই মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়ালে মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন উঠেছিল। ২০১৫ সালের সেপ্টেম্বরে রিয়ালে যোগ দিয়েই ফেলেছিলেন প্রায়। কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে যথাসময়ে কাগজপত্র জমা দিতে না পারায় রিয়ালে নাম লেখানো হয়নি। সেই স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ইউনাইটেডে থাকছেন এই স্প্যানিশ গোলরক্ষক। চাইলে চুক্তিটা আরও এক বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করার সুযোগও আছে।

বিজ্ঞাপন

২০১১ সালের জুনে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ডি গিয়াকে ইউনাইটেডে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এখন পর্যন্ত ৩৬৭টি ম্যাচে রেড ডেভিলদের গোলবারের নিচে দায়িত্ব পালন করেছেন।

ডি গিয়া এখন পর্যন্ত ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা ইউরোপা লিগ এবং কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছেন।

নতুন চুক্তির পর ২৮ বছর বয়সী ডি গিয়া জানান, ‘এখন আমার ভবিষ্যৎ স্থির হয়েছে। আমি এই দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই। এমন দারুণ একটি ক্লাবে আট বছর কাটিয়ে দেওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার। ওল্ড ট্র্যাফোর্ডে আসার সময় মোটেও ভাবিনি এই ক্লাবের হযে আমি ৩৫০-এর বেশি ম্যাচ খেলব।’

ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন ডি গিয়া। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত তিনি ইউনাইটেডেই থাকবেন।’

ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার ডি গিয়ার কথা বলতে গিয়ে জানান, ‘গত কয়েক বছরে ডি গিয়া নিজেকে বিশ্ব সেরা প্রমাণ করেছে। ইউনাইটেডের ভবিষ্যত পরিকল্পনায় সে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল। সব মিলিয়ে ইউনাইটেডের ভবিষ্যতের জন্য তার মতো একজন খেলোয়াড় খুব জরুরি ছিল।’

বিজ্ঞাপন

গোলরক্ষক চুক্তি ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর