Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগে নিষেধাজ্ঞা কমেছে নেইমারের


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৭

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। আর সেই ম্যাচেই থাকছে না দলের সব থেকে বড় তারকা নেইমার জুনিয়র। গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ার পর ম্যাচ অফিসিয়ালদের নিয়ে ইনস্টাগ্রামে কটূক্তি করেন নেইমার। আর এতেই উয়েফা নেইমারের ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে।

চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০২০ মৌসুমের প্রথম তিন ম্যাচে খেলার ওপর নিষেধাজ্ঞা ছিল নেইমারের। তবে এই নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে বলে জানিয়েছে খেলাধূলা ভিত্তিক কোর্ট।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা কমলেও ঘরের মাঠে পার্ক ডে প্রিন্সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। আর গালাতাসারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও তুরস্কে যেতে পারছেন না নেইমার। তবে গ্রুপ পর্বের তৃতীয় প্রতিপক্ষ ক্লাব ব্রাজ্ঞের বিপক্ষে ২২ অক্টোবর ফিরবেন নেইমার।

উয়েফা নেইমারের ওপর নিষেধাজ্ঞা আনলে, খেলাধূলা ভিত্তিক আন্তর্জাতিক কোর্টে আপিল করেন নেইমার। আর সেই আপিলের রায় নেইমারের পক্ষেই গেছে। তিন ম্যাচ নিষেধাজ্ঞা কমে দুই ম্যাচে এসে ঠেকেছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ নিষেধাজ্ঞা নেইমার জুনিয়র রিয়াল মাদ্রিদ-পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর