Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামোস-মদ্রিচের সঙ্গে মার্সেলোও নেই পিএসজির বিপক্ষে


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩১

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০২০ মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে। আর রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। পার্ক ডে প্রিন্সে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হবে দুই দল।

গেল মৌসুমে আয়াক্সের বিপক্ষে ম্যাচের পর নিষেধাজ্ঞায় পড়েন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে রিয়ালে ফিরেই তিন সপ্তাহের জন্য ইনজুরিতে পড়েন লুকা মদ্রিচ। এবারের মৌসুমের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদ শিবির। একের পর এক ফুটবলার দেখছেন ইনজুরির ভয়াল থাবা। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো।

বিজ্ঞাপন

                      পড়ুন: নেইমার-এমবাপে, রামোস-মদ্রিচ ছাড়াই মুখোমুখি রিয়াল, পিএসজি

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেকায়দায় পড়ে ঘাড়ে ব্যথা পান মার্সেলো। তবে সামান্য চিকিৎসা নিয়ে অবশ্য পুরো ম্যাচটাই খেলেছিলেন এই ব্রাজিলিয়ান। তবে পিএসজির বিপক্ষে ম্যাচের ঠিক দুই দিন আগে জানা গেল ঘাড়ের সেই আঘাত আসলে বেশ গুরুত্বর। আর তাই তো দলের সাথে প্যারিসে যাওয়া হচ্ছে না মার্সেলোর।

ইনজুরিতে ছিটকে যাওয়া মার্সেলোর জায়গায় পিএসজির বিপক্ষে খেলবেন তরুণ ফ্রেঞ্চ ফুলব্যাক ফারল্যান্ড মেন্ডি। ইনজুরিতে পড়ে কেবল মার্সেলোই নয়, এর আগে ছিটকে গেছেন ইস্কো, ভালভার্দে এবং মার্কো এসেনসিও। তবে ইনজুরি কাঁটিয়ে এডেন হ্যাজার্ড এবং হামেস রদ্রিগেজ ফিরেছেন রিয়ালের জার্সি গায়ে।

পিএসজির ওপরেও আঘাত এনেছে ইনজুরি, কিলিয়ান এমবাপে, জুলিয়ান ড্রাক্সলার এবং এডিনসন কাভানি খেলবেন না রিয়ালের বিপক্ষে। আর নিষেধাজ্ঞায় থাকা নেইমার জুনিয়রকেও দেখা যাবে না এই হাই ভোল্টেজ ম্যাচে।

বিজ্ঞাপন

ইনজুরি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ মার্সেলো রিয়াল মাদ্রিদ-পিএসজি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর