Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সফরে যুবাদের স্কোয়াড ঘোষণা


১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৬

ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে। দলে আছেন সদ্যই ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া শেখ মেহেদি হাসান।

আগামী ১৯ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১, ২৩, ২৫ এবং ২৭ সেপ্টেম্বর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই সিরিজে অংশ নিতে দেশ ছাড়বে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আল আমিন, জাকির হাসান, জাকের আলি, আরিফুল হক, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক এবং সাব্বির হোসেন।

অনূর্ধ্ব-২৩ টাইগার যুবা বিসিবি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর