Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্ব


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৯

ঢাকার প্রথম পর্বের লড়াই শেষ। এবার ত্রিদেশীয় সিরিজ গড়াচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যার শুরুটা হবে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে।

এদিকে টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান ক্রিকেট দল।

চট্টগ্রাম পৌঁছে মঙ্গলবার জহুর আহমেদে (১৭ সেপ্টেম্বর) অনুশীলন করবে তিন দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রস্তুতিতে ঘাম ঝরাবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। আর বাংলাদেশের অনুশীলন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়, চলবে সাড়ে ৭টা পর্যন্ত।

পরদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের চতুর্থ ও নিজেদের তৃতীয় মাচে হ্যামিল্টন মাসাকাদজাদের মুখোমুখি হবে সাকিব আল হাসান ও তার দল।

১৯ সেপ্টেম্বর ম্যাচ নেই। ওইদিন টিম বাংলাদেশ বিশ্রামে থাকবে। তবে অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্রামে থাকবে ডমিঙ্গো শিষ্যরা। কিন্তু ওই দিন সন্ধ্যায় জিম্বাবুয়ের মোকাবেলা করবে আফগানিস্তান।

পরদিন অর্থাৎ শনিবার (২১ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানদের মোকাবেলা করবে স্বাগতিক টাইগাররা। আর এর মধ্য দিয়েই শেষ হবে ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্বের খেলা।

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকার দ্বিতীয় পর্বে অংশ নিতে শেষে ২২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে তিন দল। ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন জাতির টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।

ছবি: শ্যামল নন্দী

বিজ্ঞাপন

আফগানিস্তান জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর