ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রুবেল, বাদ পড়েছেন সৌম্য
১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০০
বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে তিন দলই খেলে ফেলেছে দু’টি করে ম্যাচ। বাংলাদেশ প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল আগেই। সেই দলের সাথে এক ম্যাচ পরেই যোগ করা হয়েছিল আবু হায়দার রনিকে। কথা ছিল দুই ম্যাচ পরে আবারও দল ঘোষণা করবে বিসিবি।
টাইগারদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সোমবার (১৬ সেপ্টেম্বর) ১৫ সদস্যের নতুন দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আগের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত মিশু এবং আবু হায়দার রনি।
আর দলে নতুন করে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাইম শেখ, আমিনুল বিপ্লব এবং নাজমুল হোসেন শান্ত।
টাইগার স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আমিনুল বিপ্লব এবং নাজমুল হোসেন শান্ত।
ত্রিদেশীয় সিরিজ নতুন স্কোয়াড বাংলাদেশ স্কোয়াড রুবেল হোসেন সৌম্য সরকার